গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিককে গ্রেপ্তার দেখাল রাশিয়া

গ্রেপ্তার জিন স্পেক্টর একজন রুশ বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী
ছবি: রয়টার্স

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার দেখিয়েছে রাশিয়া।

গ্রেপ্তার দেখানো ব্যক্তির নাম জিন স্পেক্টর। তিনি রুশ বংশোদ্ভূত ব্যবসায়ী। রুশ সংবাদ সংস্থাগুলো গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়।

খবরে বলা হয়, মস্কোর একটি আদালতের নির্দেশে স্পেক্টরকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

স্পেক্টরের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিশদ বিবরণ দেয়নি রুশ সংবাদ সংস্থাগুলো।

রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থার তথ্যমতে, ঘুষসংক্রান্ত এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে স্পেক্টর ইতিমধ্যে কারাভোগ করছেন।

রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আরকাদি দরকোভিচের সহকারীকে ঘুষ দেওয়ার ক্ষেত্রে ভূমিকার জন্য ২০২২ সালে স্পেক্টরের সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, স্পেক্টরের বিরুদ্ধে করা গুপ্তচরবৃত্তির মামলাটির নথিপত্র গোপনীয় (শ্রেণিবদ্ধ)। তাই এ-সংক্রান্ত মামলার কার্যক্রম রুদ্ধদ্বার আদালতে অনুষ্ঠিত।

আরও পড়ুন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, জো বাইডেন প্রশাসন এখনো এ মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তাই এ পর্যায়ে এ বিষয়ে হোয়াইট হাউসের দিক থেকে কোনো মন্তব্য নেই। এ বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেপ্তার করে রাশিয়া। পরে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আনুষ্ঠানিক অভিযোগ আনে রুশ কর্তৃপক্ষ। গার্শকোভিচ তাঁর বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন