বাইডেন বললেন, ‘আমি প্রিগোশিন হলে...’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে বিষ প্রয়োগের বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমি প্রিগোশিন হলে, যা খেতাম, তা নিয়ে সতর্ক থাকতাম।’

আজ বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘শুধু সৃষ্টিকর্তাই জানেন, তিনি (প্রিগোশিন) কী করবেন। আমরা এটাও নিশ্চিত নই, তিনি কোথায় আছেন, কোন অবস্থায় আছেন। আমি যদি প্রিগোশিন হতাম, তাহলে যা খেতাম, তা নিয়ে সতর্ক থাকতাম। খাবারের মেন্যুর ওপর নজর রাখতাম।’

আরও পড়ুন

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছিল ভাগনার। এরই মধ্যে গত ২৪ জুন রুশ সামরিক নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করেন।

রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাত করতে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেন ভাগনার যোদ্ধারা। পরে মস্কোর সঙ্গে এক সমঝোতার জেরে বিদ্রোহ থামাতে রাজি হন প্রিগোশিন।

আরও পড়ুন

ভাগনারের বিদ্রোহ থামাতে মধ্যস্থতা করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো। এরপর মস্কোর সঙ্গে সমঝোতা অনুযায়ী প্রিগোশিন ও তাঁর যোদ্ধাদের একাংশের বেলারুশে চলে যাওয়ার কথা। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, তা স্পষ্ট নয়। এরই মধ্যে গত বৃহস্পতিবার লুকাশেঙ্কো বলেন, প্রিগোশিন এখন বেলারুশে নেই। তিনি সেন্ট পিটার্সবার্গে আছেন।

আরও পড়ুন