ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ ট্যাংক নামিয়েছে রাশিয়া

২০১৫ সালে প্রথমবারের মতো টি-১৪ আরমাতা ট্যাংক প্রকাশ্যে এনেছিল রাশিয়া
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ আরমাতা ট্যাংক নামিয়েছে রুশ বাহিনী। তবে রাশিয়ার এসব ট্যাংক এখনো সরাসরি কোনো যুদ্ধে অংশ নেয়নি। আপাতত সেনাদের প্রশিক্ষণ আর সুরক্ষার কাজে এসব ট্যাংক ব্যবহার করা হচ্ছে।

রুশ বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরইএ।

টি-১৪ ট্যাংকটি মনুষ্যবিহীন। ক্রুরা দূরে বসেও সফলভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারেন। সাধারণত মহাসড়কে এটি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

আরও পড়ুন

গত জানুয়ারিতে এক সামরিক গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাজ্য জানিয়েছিল, টি-১৪ ট্যাংকের অবস্থা খুব একটা ভালো নয়। তাই যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক ব্যবহারে রুশ সেনাদের আগ্রহ নেই। এরপরও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে টি-১৪ ট্যাংক মোতায়েন করতে পারে ক্রেমলিন।

যুক্তরাজ্যের ওই গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছিল, ইউক্রেনে টি-১৪ ট্যাংক মোতায়েনের সিদ্ধান্ত রাশিয়ার জন্য ঝুঁকির কারণ হতে পারে। তবে প্রাথমিকভাবে প্রচারণার জন্য দেশটি এমনটা করতে পারে।

২০১৫ সালে প্রথমবারের মতো টি-১৪ আরমাতা ট্যাংক প্রকাশ্যে এনেছিল রাশিয়া। এরপর ক্রেমলিনের পক্ষ থেকে ২০২০ সালের মধ্যে ২ হাজার ৩০০টি ট্যাংক বানানোর নির্দেশনা দিয়েছিল ক্রেমলিন। যদিও পরে এ সময়সীমা বাড়িয়ে ২০২৫ সাল করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

এমন একসময় যুদ্ধক্ষেত্রে নতুন রুশ ট্যাংক মোতায়েনের কথা জানা গেল যখন জার্মানি, পোল্যান্ডসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অনেক সদস্য ইউক্রেনকে ট্যাংকসহ ভারী অস্ত্র সহায়তা দিচ্ছে। এর মধ্য দিয়ে বর্তমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। প্রলম্বিত হতে পারে ইউক্রেন যুদ্ধ—এ আশঙ্কা অনেকের।

আরও পড়ুন