রাশিয়ায় মার্কিন সাংবাদিকের আটকাদেশ বাড়ল

ইভান গার্শকোভিচ
ফাইল ছবি রয়টার্স

রাশিয়ায় আটক মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচের বন্দিত্বের মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার মস্কোর একটি আদালত এ আদেশ দিয়েছেন।

ইভান মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর সাংবাদিক। গত ২৯ মার্চ মস্কোর অদূরে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে তাঁকে আটক করে রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইভানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে রুশ কর্তৃপক্ষ। তবে মার্কিন কর্তৃপক্ষ রাশিয়ার তোলা অভিযোগ অস্বীকার করে ইভানের মুক্তির দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন

মঙ্গলবারের আদেশে আদালত বলেছেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত দুই মাস ইভানকে বন্দী রাখার মেয়াদ বাড়ানো হলো।

রুশ আদালতের এ সিদ্ধান্তকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নির্লজ্জ ও জঘন্য আক্রমণ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি করেছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন