খেরসনের গ্রামে উড়ল ইউক্রেনের পতাকা

ইউক্রেনের একটি এলাকায় দেশটির পতাকা উড়ছে
ছবি: রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনের দক্ষিণাঞ্চল খেরসনের গুরুত্বপূর্ণ একটি গ্রাম দখলমুক্ত করেছে দেশটির বাহিনী। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ৩৫তম মেরিন ব্রিগেড দাভিদিভ ব্রিদ গ্রামে ইউক্রেনীয় পতাকা ওড়াচ্ছে। আশপাশের কয়েকটি গ্রাম দখলমুক্ত করার খবরের মধ্যেই দাভিদিভ ব্রিদ গ্রামের ভিডিওটি প্রকাশ করা হলো। খবর বিবিসির

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করার মধ্য দিয়ে বুধবার ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘দাভিদিভ ব্রিদ গ্রামে আবারও ইউক্রেনীয় পতাকা ওড়ানো হয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা গ্রামের ভেতরে হাঁটাহাঁটি করছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী ইতিমধ্যে ইউক্রেনের উত্তর-পূর্ব দিকে সরে যেতে বাধ্য হয়েছে। এখন তারা দক্ষিণাঞ্চল থেকেও পিছু হটতে শুরু করেছে। ইউক্রেনের দক্ষিণের আঞ্চলিক রাজধানী খেরসন শহর এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও দিনিপ্র নদীর উত্তর দিকের পুরো এলাকায় তাদের অবস্থান ক্রমে নড়বড়ে হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী দিনিপ্র নদীর পশ্চিম তীর ঘেঁষে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। রুশ সেনা দলগুলো খেরসন অঞ্চলের উত্তর দিকের কয়েকটি দখলকৃত এলাকা থেকেও এখন পিছু হটতে বাধ্য হচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে দ্রুত এগিয়ে যাচ্ছে। শুধু এ সপ্তাহেই বেশ কিছু এলাকা দখলমুক্ত হয়েছে।

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনের অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির স্বীকৃতি দেবে না। হিমার্স রকেট লঞ্চারসহ ৬২ কোটি ৫০ লাখ ডলার সমমূল্যের মার্কিন সহায়তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।

আরও পড়ুন