রাশিয়ায় বিরোধীদলীয় নেতা নাভালনির আরও ১৯ বছরের সাজা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে নতুন করে এ সাজা দেওয়া হলো।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে শুক্রবার নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে নাভালনি অভিযোগ অস্বীকার করছেন।
রাশিয়ায় পুতিনের প্রধান সমালোচক ৪৭ বছর বয়সী নাভালনি। ২০২১ সাল থেকে কারাগারে আছেন তিনি। প্যারোলের শর্ত লঙ্ঘন, প্রতারণা ও আদালত অবমাননার দায়ে ৯ বছরের সাজা ভোগ করছেন তিনি। নাভালনি ও তাঁর সমর্থকদের দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মেলেখোভোয় একটি পেনাল কলোনিতে রাখা হয়েছে নাভালনিকে। মূলত নির্বাসিত বন্দীদের এসব কলোনিতে অন্য কয়েদিদের থেকে আলাদা করতে রাখা হয়। সেখানেই একটি কক্ষে অস্থায়ী আদালত বসিয়ে নাভালনির বিচার করা হচ্ছিল। আর ওই আদালতের বিচারপ্রক্রিয়া ছিল রুদ্ধদ্বার।
নাভালনিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার দাবি তুলেছিলেন সরকারি কৌঁসুলিরা। একই সঙ্গে তাঁকে ‘স্পেশাল রেজিম কলোনিতে’ রাখারও আরজি জানান। মূলত রাশিয়ার সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের এসব কারাগারে রাখা হয়। তবে আদালত এ আরজি মঞ্জুর করেছেন কি না, জানা যায়নি।
তাঁর বিরুদ্ধে রুদ্ধদ্বার আদালতের এ রায় ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাভালনি বলেন, ভিন্নমত পোষণকারীদের ভয় দেখাতে ‘স্তালিন শাসনামলের’ মতো তাঁর দণ্ড হতে পারে, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার সাহস না পায়।