‘ম্যানিকিন’ সেজে দোকানে চুরি, তরুণ গ্রেপ্তার

ম্যানিকিনের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলেন এই তরুণ, পরে চুরি করেন
ছবি: এক্স থেকে সংগৃহীত

দোকানে বেশ কিছু ম্যানিকিন (পণ্য প্রদর্শনে ব্যবহৃত পুতুল) সাজিয়ে রাখা। সেগুলোর মধ্যে হাতে ব্যাগ নিয়ে সটান দাঁড়িয়ে পড়েন ২২ বছর বয়সী এক তরুণ। কোনো নড়াচড়া নেই; প্রথম দেখায় যে কারও মনে হবে, ‘ম্যানিকিন’ই দাঁড়িয়ে আছে। দোকানির চোখ ফাঁকি দিয়ে চুরি করতে এমন অভিনব কায়দা বেছে নিয়েছিলেন ওই তরুণ। পোল্যান্ডের ওয়ারশে ঘটেছে এ ঘটনা।

তবে শেষ রক্ষা হয়নি। চুরির অভিযোগে পুলিশ ‘ম্যানিকিন’ সাজা ওই তরুণকে গ্রেপ্তার করেছে। তাঁর ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে, তিনি দোকানে ম্যানিকিনের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন।

পুলিশের ভাষ্য, অভিযুক্ত তরুণ এর আগে অন্য বিপণিবিতানেও (শপিং মল) চুরি করেছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যে দোকান এমন কাণ্ড ঘটিয়েছেন তরুণটি, সেটির নাম প্রকাশ করা হয়নি।

ওয়ারশ পুলিশ বলেছে, দোকানের জানালার কাছে রাখা কয়েকটি পুতুলের (ম্যানিকিন) সঙ্গে মিশে গিয়েছিলেন ওই তরুণ। এ কারণে দোকানের মালিক-কর্মচারী কেউ বিষয়টি টের পাননি। তিনি দোকান বন্ধ না হওয়া পর্যন্ত পুতুলের মতো দাঁড়িয়ে ছিলেন। দোকান বন্ধের পর তিনি গয়না চুরি করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে দেখে ফেলেন।

আরও পড়ুন

পুলিশের ভাষ্য, এর আগেও তরুণটির বিরুদ্ধে আরও দুটি চুরির অভিযোগ উঠেছিল। এর একটি ঘটনা এমন, তিনি একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় রাতে খাওয়ার পর শপিং সেন্টার বন্ধের জন্য অপেক্ষা করতে থাকেন। পরে তিনি একটি কাপড়ের দোকানে ঢুকে পড়েন এবং নিজের পরনের পোশাক পাল্টে নতুন পোশাক পরেন। এরপর তিনি আবার ওই রেস্তোরাঁয় গিয়ে খাবার খান। কাপড়ের দোকানের শাটার আংশিক খোলা ছিল। তিনি নিচ দিয়ে দোকানে ঢুকেছিলেন। সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি ধরা পড়ে।

পুলিশের মুখপাত্র রবার্ট সুমিয়াটা বলেন, আরেকটি ঘটনা ঘটেছে অন্য একটি বিপণিবিতানে। দোকান বন্ধের পর তিনি বেশ কয়েকটি ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি করেন। দোকানের আরও কিছু পণ্য চুরি করেছিলেন তিনি।