অ্যাসাঞ্জ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন

জুলিয়ান অ্যাসাঞ্জ
ফাইল ছবি: এএফপি

জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত হয়েছেন। তাঁর বাগ্‌দত্তা স্টেলা মরিস গতকাল শনিবার রাতে এ কথা বলেছেন। আমেরিকায় প্রত্যর্পণের জন্য আইনি লড়াই চলাকালে লন্ডনের ওই উচ্চ নিরাপত্তার কারাগারে রয়েছেন অ্যাসাঞ্জ।

স্ট্রোক করায় তাঁর ডান চোখের পাতায় সমস্যার পাশাপাশি স্মৃতিশক্তির সমস্যা এবং স্নায়বিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্টেলা। যুক্তরাজ্যের দ্য মেইল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসাঞ্জ মনে করেন, তাঁর বিরুদ্ধে চলমান মার্কিন আদালতের পদক্ষেপের চাপের কারণে ছোট ওই স্ট্রোকের ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে বেলমার্শের কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে উচ্চ আদালতের শুনানিতে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। অ্যাসাঞ্জের বাগ্‌দত্তা স্টেলা বলেন, নতুন করে আবার স্ট্রোকের আশঙ্কা রয়ে গেছে অ্যাসাঞ্জের। ওই স্ট্রোকের পর তাঁর এমআরআই স্ক্যান করানো হয়েছে। এখন তিনি স্ট্রোক প্রতিরোধী ওষুধ খাচ্ছেন।

স্টেলা মরিস বলেন, ‘সমস্যাটি জরুরিভাবে সমাধান করা প্রয়োজন। চিড়িয়াখানায় আটকে থাকা প্রাণীদের মতো তাঁর অবস্থা। জুলিয়ানের সঙ্গে এটাই হচ্ছে। এটা তাঁর জন্য মানসিক সমস্যা তৈরি করছে।’

স্টেলার অভিযোগ, অ্যাসাঞ্জকে দীর্ঘ সময়ের জন্য কক্ষে আটকে রাখার পাশাপাশি বাতাস, সূর্যের আলো, পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় উদ্দীপনার ব্যবস্থা করা হয়নি।
যুক্তরাজ্যের উচ্চ আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি মামলার রায় বিপক্ষে গেছে, যা তাঁর জন্য একটি বড় ধাক্কা।

অ্যাসাঞ্জের আইনজীবীরা সফলভাবে যুক্তি দিয়েছিলেন যে তাঁকে যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতিতে রাখা হবে, যা আত্মহত্যার গুরুতর ঝুঁকির কারণ হতে পারে। স্টেলার অভিযোগ, মামলার বিশাল চাপে পড়ে গত অক্টোবরে হৃদ্‌রোগে আক্রান্ত হন অ্যাসাঞ্জ।