মারিউপোলে নিহত: এক দিনে দ্বিগুণ বাড়িয়ে দিলেন মেয়র

মারিউপোল শহরের একটি রাস্তায় রুশপন্থী সেনারা
ছবি: রয়টার্স

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলের মেয়র দাবি করেছেন, রুশ হামলা শুরুর পর থেকে দক্ষিণাঞ্চলীয় এ বন্দরনগরীর প্রায় ২১ হাজার বেসামরিক বাসিন্দা নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। এর আগের দিন সোমবার নিহত বেসামরিকের সংখ্যা ১০ হাজার বলে জানিয়েছিলেন মেয়র। খবর রয়টার্সের।

ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের মাঝে মারিউপোলের অবস্থান। এর দক্ষিণে ক্রিমিয়া। এ শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই অব্যাহত রয়েছে।

মঙ্গলবার মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেন, বিভিন্ন রাস্তায় দুই পক্ষের লড়াই চলার কারণে নিহতের সঠিক পরিসংখ্যান উপস্থাপন করা কঠিন হয়ে পড়েছে। মেয়রের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ২১ হাজার মানুষের মৃত্যুর তথ্য জানা গেছে। তবে লড়াই চলার কারণে গণনা বন্ধ আছে বলে জানিয়েছেন বয়চেঙ্কো।

এর আগে স্থানীয় সময় সোমবার এক মার্কিন বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বয়চেঙ্কো বলেছিলেন, নিহত মানুষের সংখ্যা কমপক্ষে ১০ হাজার। মারিউপোল শহরের বাইরের একটি অজ্ঞাত স্থান থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মারিউপোল শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। রুশ সেনারা মরদেহগুলোকে একটি শপিং সেন্টারের ফ্রিজে সংরক্ষণ করছেন। বয়চেঙ্কো বলেন, ‘ট্রাককে ভ্রাম্যমাণ শ্মশানে পরিণত করা হয়েছে। এর দরজা খুললেই দেখা যায়, ভেতরে একটি পাইপ আছে। মরদেহগুলো পোড়ানো হয় সেখানে।’

মারিউপোলের মেয়র আরও বলেন, মারিউপোলে এখনো ১ লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক অবস্থান করছে। তাদের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি ও ওষুধ দরকার বলে উল্লেখ করেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ দাবিগুলো করেছেন মেয়র।

আরও পড়ুন