রুশ হামলার সতর্কবার্তা আমলে নেননি জেলেনস্কি: বাইডেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে অভিযান শুরুর বেশ আগে থেকেই দেশটির সীমান্তে সামরিক শক্তি জোরদার করছিল রাশিয়া। ইউক্রেনে হামলার উদ্দেশ্যেই মস্কো এমনটি করছে বলে বারবার দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র। এমনকি এ বিষয়ে সতর্ক করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই সতর্কবার্তা কানে তোলেননি জেলেনস্কি। খবর এএফপির
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি, অনেকেই ভেবেছিলেন, আমি বাড়িয়ে বলছি। তবে এটা জানতাম যে আমার সতর্কবার্তার স্বপক্ষে তথ্য রয়েছে। তবে জেলেনস্কি যেমন তা শুনতে চাননি, তেমনই অনেকেই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা নিয়ে সন্দিহান ছিল দেশটির ইউরোপীয় মিত্রদের অনেকেই। এমনকি সতর্কবার্তার জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করতেও ছাড়েনি দেশগুলো।

এদিকে বাইডেন যখন জেলেনস্কিকে নিয়ে অভিযোগ তুলছেন, তখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী জেলেনস্কি। গতকালই ব্রিটিশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করার পর ব্রিটেন ও পোল্যান্ডকে নিয়ে জয় উদ্‌যাপন করবে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, একেবারে শুরু থেকেই পোল্যান্ড ও ব্রিটেনের রাজনৈতিক নেতা এবং লোকজন ইউক্রেনকে সমর্থন করছেন। কিয়েভকে অস্ত্রসহায়তার আগে সেগুলো পোল্যান্ডে রাখা হয়েছিল। আর এ সহায়তা পাঠানোর পেছনে প্রচার-প্রচারণায় মূল ভূমিকা রেখেছিল ব্রিটেন।

আরও পড়ুন

এ সময় ব্রিটেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে বিশ্বাস গড়ে তুলেছি। আমাদের সেনাবাহিনী ব্রিটেনের সেনাবাহিনীকে বিশ্বাস করে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা একে অপরকে সহায়তা করি। আমরা ব্রিটিশ রাজনীতিকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি।’

আরও পড়ুন