একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন

আজ ১৪ নভেম্বর, মঙ্গলবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি
ছবি: টুইটার থেকে নেওয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা গাজাকে হামাসমুক্ত করব।’ সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন হাসপাতালের আশপাশে নির্বিচার হামলা ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। তবে দেশটির অভিযোগ, হাসপাতালের আড়ালে হামাস সদস্যরা গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলের লাগাতার হামলায় গাজার বহু বাড়িঘর ধ্বংস্তূপে পরিণত হয়েছে
এএফপি ফাইল ছবি

পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি দিলে গাজায় আটকে রাখা সর্বোচ্চ ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে।
হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্য ধারণ করা একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘এই যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বলেছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার সাত লাখের বেশি শিশু ঘর ছাড়তে বাধ্য হয়েছে। সংস্থাটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় জাতিসংঘের সংস্থাটি

নিলামে বিক্রি হওয়া ফেরারির ২৫০ জিটিও মডেলের স্পোর্টস কার
ছবি: এএফপি

১৯৬২ সালের একটি ফেরারি গাড়ি নিলামে ৫ কোটি ১৭ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১১ টাকা) তা ৫৭৩ কোটি টাকার বেশি। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম প্রতিষ্ঠান সোথবি’স জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল গাড়ি এটি। ইতালির অভিজাত শ্রেণির গাড়ির ব্র্যান্ড ফেরারির ২৫০ জিটিও মডেলের স্পোর্টস কারটি ৩৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের এক সংগ্রহকারীর সম্পত্তি ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ফাইল ছবি: রয়টার্স

মুখোমুখি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় তাঁদের বৈঠক হবে। এর আগে গতকাল সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং প্রতিযোগিতার লাগাম টানার বিষয়ে আলোচনা করবেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকো সফর করছেন সি চিন পিং। এর ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।