টুইটার কার্যালয়ে কেন শোবার ঘর

ইলন মাস্ক
ফাইল ছবি: রয়টার্স

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে টুইটার সদর দপ্তরে বেশ কয়েকটি কক্ষে কর্মীদের ঘুমানোর বন্দোবস্ত করেছেন। এ জন্য এই কক্ষগুলোর সংস্কার করা হয়েছে। কক্ষে পাতা হয়েছে তোশক, জানালায় ঝুলছে পর্দা। টেবিল ও বসার চেয়ারও রাখা হয়েছে এসব কক্ষে। একটি কক্ষে তো কমলা রঙের কার্পেট, বড় বিছানা, বিছানার পাশে টেবিল ও টেবিল ল্যাম্প রাখা হয়েছে। মার্কিন সাময়িকী ফোর্বসের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানায় এনডিটিভি।

আরও পড়ুন

টুইটার সদর দপ্তরের একটি সূত্র ফোর্বসকে জানিয়েছে, কক্ষে শোয়ার ব্যবস্থা করা হলেও কর্মীদের এ ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সোমবার কর্মীরা অফিসে ঢুকে নতুন এ বন্দোবস্তের ব্যাপারে জানতে পারেন।

ধারণা করা হচ্ছে, যেসব কর্মীকে দিনরাত একাকার করে কাজ করতে হচ্ছে এবং যাঁরা কাজ শেষে রাতে বাসায় ফিরতে পারছেন না, তাঁদের জন্যই ঘুমানোর এই বন্দোবস্ত। সূত্রটি বলেছে, এ নিয়ে কর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, টুইটার সদর দপ্তরের প্রতিটি তলায় চার থেকে আটটি এমন শোবার ঘর তৈরি করা হয়েছে। দেখতেও এসব কক্ষ বেশ আরামদায়ক।

আরও পড়ুন

টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর থেকে কর্মী ছাঁটাই শুরু করেন ইলন মাস্ক। ইতিমধ্যে তিনি টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। কর্মী ছাঁটাইয়ের কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। ছাঁটাইয়ের সময় ইলন মাস্ক কর্মীদের বলেছিলেন, যেসব কর্মী দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন এবং অতিরিক্ত চাপ নিতে পারবেন, তাঁরাই এখানে থাকবেন নয়তো চাকরি ছেড়ে চলে যান। ইলন মাস্কের এমন হুমকি ও কাজের চাপে অনেক কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছেন।

আরও পড়ুন