সম্প্রচার শেষ ০৪ জুন ২০২৪

গুজরাটে মোট ২৬ আসন, ২৫টিতেই জয়ী বিজেপি

  • মোদি দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী
  • রাহুলের জয় এল সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে
০২: ১৪ , জুন ০৪

মোদির হ্যাটট্রিক না কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার । এটাকে ‘সবচেয়ে বড়’ নির্বাচনের তকমা দেওয়া হয়েছে এর ভোটারসংখ্যার কারণে। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার ভোটারসংখ্যা ছিল ৯৭ কোটি। যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ। এর আগে বিশ্বে কোনো নির্বাচনে এত ভোটার ছিলেন না।

কী হবে আজ মঙ্গলবারের ভোটের ফল? টানা তৃতীয়বার কি সরকার গড়বে নরেন্দ্র মোদির বিজেপি? প্রধানমন্ত্রী হিসেবে মোদি হ্যাটট্রিক করবেন? নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট ফিরবেন ক্ষমতায়?

৮ হাজার ৩৬০ জন প্রার্থী এবারের ভোটে লড়েছেন। ৫৪৩ আসনের মধ্য ২৭২টি পেলেই সরকার গঠন করা যাবে। ভারতের সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ভোট গণানা করা হবে।

আরও পড়ুন
০২: ৪৪ , জুন ০৪

শুরু হল ভোট গণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টার (স্থানীয় সময়) দিকে। ভোটগণনায় প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।

০২: ৫৫ , জুন ০৪

শুরুতে এনডিএ জোট ১১৭ আসনে এগিয়ে

বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট; এই লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে, সেটা জানা যাবে আজ।

ভারতের সংবাদমাধ্যম বলছে, ভারতে ছয় সপ্তাহব্যাপী ম্যারাথন নির্বাচনের পর মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়। ভোট নেওয়া হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এর ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোটের আসন ভিত্তিক, কোন দল এগিয়ে, তা এ চিত্রে দেথা যাচ্ছে
ছবিটি: এনডিটিভি থেকে সকাল ৯টা ৭ মিনিটে নেওয়া

এদিকে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শুরুতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ১১৭ আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট ৭১ আসনে এগিয়ে আছে। অন্য দলগুলো ৯ আসনে এগিয়ে ।

০৩: ১৪ , জুন ০৪

ভোটের খরচে ভারত হারাল যুক্তরাষ্ট্রকে

প্রায় আড়াই মাসের নির্বাচনী ডামাডোলের পরে আজ ফলাফল। এ নির্বাচনে খরচ হয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি রুপি। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের তথ্য বলছে, ১ লাখ ৩৫ হাজার কোটি রুপি খরচ করে ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে। এ হিসাব ধরে অঙ্ক কষলেই দেখা যাবে প্রতি ভোটারের পেছনে ব্যয় হয়েছে ১ হাজার ৪০০ রুপি।

এ খরচের হিসাবে যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। এক তথ্যে বলা হয়েছে, ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খবচ হয়েছিল ১ লাখ ২০ হাজার কোটি রুপি। এবার সেই অঙ্ককেও ছাড়িয়ে গেল ভারত। বিজেপি থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস—ভোটের প্রচারে সব দলকেই একেবারে কোমর বেঁধে নেমেছিল। হাত খুলে খরচ করেছে। ২০১৯ সালের লোকসভা ভোটে খরচ হয়েছিল ৫৫ থেকে ৬০ হাজার কোটি রুপী। এবার খরচ একেবারে দ্বিগুণেরও বেশি।

০৩: ১৯ , জুন ০৪

গণনা শুরুর আগেই এক আসনে জিতল বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোট গণনা শুরু হয় সকাল সাড়ে ৮টায়। কিন্তু তার আগেই একটিতে জিতে গেল বিজেপি। কীভাবে সম্ভব হলো এটি?

গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি। একমাত্র এই আসনেই ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে। কারণ, এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।

গুজরাটের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। বিজেপির প্রার্থী মুকেশ দালালসহ ১১ জন প্রার্থী সুরাট আসনে মনোনয়ন জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের দিন নয়জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও ত্রুটির কারণে তাঁর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

০৩: ৩২ , জুন ০৪
ছবি : সংগৃহীত

শুরুতেই `অভিজ্ঞ’ লকেটকে পেছনে ফেললেন রচনা

গণনার আধা ঘণ্টার চিত্রে দেখা গেছে, পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা আসনে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে আটটা পর্যন্ত গণনা অনুযায়ী এগিয়ে রাজনীতির আঙিনায় একেবারেই আনকোরা রচনা।

০৩: ৪৭ , জুন ০৪

গণনার শুরুতেই এগিয়ে বিজেপি জোট

ভারতের স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট।

এরপর একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা শুরু হবে। প্রথম ঘণ্টায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। গণমাধ্যমটির লাইভ আপডেটের তথ্য অনুযায়ী, প্রথম ঘণ্টার প্রবণতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৬৩টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৯৮টি আসনে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
০৪: ১২ , জুন ০৪
আরও পড়ুন

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলোর আভাসকে সত্যি প্রমাণ করে শুরুতেই পশ্চিমবঙ্গে এগিয়ে আছে বিজেপি। পশ্চিমবঙ্গে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে বিজেপি এগিয়ে ১৭ আসনে। আর এ রাজ্যে ক্ষমতাসীন এগিয়ে আছে ১১ আসনে। কংগ্রেস দুটি এবং সিপিএম একটি আসনে এগিয়ে। বহরমপুরে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এগিয়ে আছেন। সকাল সোয়া ৯টার দিকে এ চিত্র দেখা গেছে।

আরও পড়ুন
০৪: ২১ , জুন ০৪
নয়াদিল্লিতে দলের কার্যালয়ে কংগ্রেস সমর্থকদের উল্লাস
ছবি: রয়টার্স

উত্তর প্রদেশে লড়াই সমানে সমানে, আমেথিতে পিছিয়ে স্মৃতি ইরানি

উত্তর প্রদেশের ৮০ আসনে সমানে সমানে লড়াই চলছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটে সকাল ১০টা ৫ মিনিটের খবর অনুযায়ী, ইন্ডিয়া জোট ৪১ আসনে এগিয়ে। আর এনডিএ জোট এগিয়ে ৩৭ আসনে।

ভারতের রাজনীতিতে প্রচলিত আছে, উত্তর প্রদেশ যার দিল্লি তার।

ছবি: ইন্ডিয়া টুডের লাইভ থেকে নেওয়া

এদিকে আমেথিতে পিছিয়ে আছেন স্মৃতি ইরানি। এগিয়ে আছেন কংগ্রেসের কিশোরী লাল। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটে সকাল ৯ টা ৩২ মিনিটের খবর অনুযায়ী আমেথি আসনে পিছিয়ে স্মৃতি ইরানি। কেরালার ওয়েনাড আসনে ৮ হাজার ৭১৮ ভোটে এগিয়ে রাহুল গান্ধী। রায়বেরেলিতেও ২ হাজার ১২৬ ভোটে এগিয়ে আছে রাহুল গান্ধী।

আর পিটিআইয়ের লাইভে সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, আমেথিতে কিশোরী লালের চেয়ে ৩ হাজার ৯১৬ ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি।

০৪: ৫৫ , জুন ০৪

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট হয়েছিল ১ জুন। এর ৭২ ঘণ্টা শেষে আজ সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এই যন্ত্রেই আপাতত ৫৪৩ আসনের প্রার্থীদের ভবিতব্য লুকিয়ে।

০৫: ০১ , জুন ০৪

পতন শেয়ার বাজারে

লোকসভার ভোটগণনা শুরুর পরই দেশটির শেয়ার বাজারে ধস নামে। বেলা বাড়ার সঙ্গে পতন হল সূচকের। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় (ভারতের সময় ১০টা ১২ মিনিটে) পর্যন্ত প্রায় ২০০০ পয়েন্ট পতন হল সেনসেক্সের।

ছবি: সংগৃহীত
০৫: ১৭ , জুন ০৪

গণনার দুই ঘণ্টা পেরুল, ওড়িশায় এগিয়ে বিজেপি, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর টিডিপি

লোকসভার ভোটগণনার পাশাপাশি দুই রাজ্যর বিধান সভার ফল প্রকাশ করা হচ্ছে। ভোট গণনার দুই ঘণ্টা (স্থানীয় সময় সাড়ে ১০টা) পেরিয়ে গেছে। ওড়িশায় এগিয়ে বিজেপি। চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) এগিয়ে অন্ধ্রপ্রদেশে।

প্রাথমিক প্রবণতা অনুযায়ী, (বাংলাদেশ সময় ১১টা ১০ অনুযায়ী) ওড়িশায় ১৪৭ আসনের মধ্য ১০৮ আসনের ফলে অনেকটাই এগিয়ে বিজেপি। বিজেপি এগিয়ে ৫৭টি আসনে। বিজেডি ৩৮টি আসনে এগিয়ে। আর কংগ্রেস এগিয়ে ১০টি আসনে।

ছবি: সংগৃহীত

অন্ধ্রপ্রদেশেও টিডিপি-বিজেপি-জনসেনা জোট এগিয়ে রয়েছে শাসক দল ওয়াইএসআরসিপি’র থেকে। এখানকার ১৭৫ আসনের মধ্য টিডিপি জোট ১২২ আসনে এগিয়ে। জগন মোহনের দল ওয়াইএসআরসিপি এগিয়ে মাত্র ২৩টি আসনে। জননেতা পার্টি ১৪টি আসনে এবং বিজেপি ৩টি আসনে।

ছবি: দ্যা হিন্দু থেকে নেওয়া
আরও পড়ুন
০৫: ৪১ , জুন ০৪
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী (ডানে), কে হাসবেন শেষ হাসি
ছবি: রয়টার্স

৩ ঘণ্টা পেরিয়েছে, এনডিএ এগিয়ে রয়েছে ২৯০ আসনে, ইন্ডিয়া ২৩০

ভারতের লোকসভার ভোট গণনার ৩ ঘণ্টা পেরিয়েছে। প্রথম ঘণ্টার মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১১টা ৩৫ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯০টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩০টি আসনে। অন্য দল এগিয়ে ২১ আসনে।

৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

ভারতের লোকসভার ভোট গণনার ৩ ঘণ্টা পেরিয়েছে
০৬: ০৯ , জুন ০৪

‘উত্তর প্রদেশ যার, দিল্লি তারই’— বিজেপির ঘাঁটিতে কে এগিয়ে

উত্তর প্রদেশকে এখন বিজেপির ঘাঁটি বললেও খুব একটা ভুল বলা হবে না। এই রাজ্যই রাম মন্দির। স্বাভাবিকভাবেই এ রাজ্যে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল গেরুয়া শিবির। ভারতের রাজনীতিতে একটি কথা আছে, ‘উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তারই’।

ভোট গণনা যত এগোতে থাকে, ততই সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পিছিয়ে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।

দুপুর সোয়া ১২টা (বাংলাদেশ সময়) পর্যন্ত, উত্তর প্রদেশে বিজেপি জোট এনডিএ এগিয়ে ৩৭ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪২ আসনে। এখানে ইন্ডিয়া জোটের পেছনে এনডিএ জোট। ইন্ডিয়া জোট এগিয়ে ৫ আসনে। ৮০ আসনের এ রাজ্য রাষ্ট্রীয় লোকদল এগিয়ে রয়েছে ১ আসনে।

ভোট গণনা যত এগোচ্ছে ততই চমকপ্রদ ফল দেখা যাচ্ছে। ফলাফলে শেষ হাসি কারা হাসবে, এনডিএ জোট না ইন্ডিয়া জোট তা জানতে শেষ ফলের জন্য অপেক্ষা করতেই হবে।

০৬: ৫৬ , জুন ০৪
নির্বাচনের সময়ে ইন্ডিয়া জোটের এক সভায় উত্তর প্রদেশে প্রিয়াংকা গান্ধী, রাহুল গান্ধী ও অখিলেশ যাদব
ফাইল ছবি এএনআই

গণনার ৪ ঘণ্টায় শুরুর ধারা ধরে রেখেছে এনডিএ

ভারতের লোকসভার ভোট গণনার ৪ ঘণ্টা পেরিয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১টা) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৭টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৭টি আসনে। অন্য দল এগিয়ে ১৯ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

পশ্চিমবঙ্গের ৪২ আসন : এগিয়ে তৃণমূল না বিজেপি

এদিকে উত্তর প্রদেশের (৮০ আসন) পর যে রাজ্য সবচেয়ে বেশি আসন তা হলো পশ্চিমবঙ্গে ৪২ আসন। এ রাজ্যও পিছিয়ে বিজেপি। এখানে মততা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩০ আসনে। আর বিজেপি এগিয়ে ১১টিতে।

০৮: ২৬ , জুন ০৪

ভোট গণনার প্রায় ৬ ঘণ্টা: ধীরে এগুচ্ছে ‘ইন্ডিয়া’

ভারতের লোকসভার ভোট গণনার প্রায় ৬ ঘণ্টা (স্থানীয় সকাল ৮টায় শুরু) পেরিয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। তবে ধীর গতির হলেও অগ্রগতি ভালো কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৮৯টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩৬টি আসনে। অন্য দল এগিয়ে ১৮ আসনে।

৫৪৩ আসনের মধ্যে ভারতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

এক ঘণ্টা আগের সর্বশেষ ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের তথ্য অনুযায়ী, এনডিএ জোট এগিয়ে ছিল ২৯৭টি আসনে। ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ছিল ২২৭ আসনে।

০৮: ৪৮ , জুন ০৪

আমেথিতে ৫০ হাজারের ব্যবধানে এগিয়ে কিশোরী লাল, টুইটে অভিনন্দন প্রিয়াঙ্কার

উত্তর প্রদেশের আমেথি কংগ্রেসের পারিবারিক আসন। সেখানে রাহুল গান্ধী প্রার্থী না হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছে। কংগ্রেস প্রার্থী করে পুরোনো সৈনিক কিশোরী লাল শর্মাকে। সেই আমেথিতে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যাচ্ছে পিছিয়ে আছেন বিজেপির স্মৃতি ইরানি।

ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় সোয়া ২টা পর্যন্ত) খবর অনুযায়ী আমেথি আসনে কিশোরী লালের চেয়ে ৫০ হাজার ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৯ ভোট। কিশোরী লাল শর্মা পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮২৭ ভোট।

এদিকে কিশোরী লাল এগিয়ে থাকায় অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

ছবি: সংগৃহীত
১০: ০১ , জুন ০৪

২০১৯–এর চেয়ে ১০৫ আসনে এগিয়ে কংগ্রেস জোট

ভারতের লোকসভার ভোট গণনার সাড়ে ৭ ঘণ্টা (স্থানীয় সকাল ৮টায় শুরু) পেরিয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বিকেল ৪টা) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৪টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩২টি আসনে। অন্য দল এগিয়ে ১৭ আসনে।

এর আগের অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ৩৪৩ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তখনকার জোট পেয়েছিল ১২৭ আসন। অন্য দল বা স্বতন্ত্ররা পেয়েছিল ৭৩ আসনে জয়।

এবারের নির্বাচনের আগে রাহুলের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোট গঠন করা হয়।

৫৪৩ আসনের মধ্যে ভারতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

ছবি: ইন্ডিয়া টুডের ওয়েবসাইট থেকে নেওয়া
১০: ১৬ , জুন ০৪
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থকদের উল্লাস
ছবি: এপি

পশ্চিমবঙ্গে সবুজের জয়জয়কার

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে আছে। এ রাজ্য ২০১৯ সালে ১৮ আসন পাওয়া বিজেপি এবার (২০২৪ সাল) এগিয়ে ১৩ আসনে। এখানে কংগ্রেস এগিয়ে একটি আসনে।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মিছিল
ছবি: এপি
১০: ৫৭ , জুন ০৪
নরেন্দ্র মোদি
ছবি: রয়টার্স

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে আছে। তারা ৯ আসনে জয় পেয়েছে। আর ২৮৩ আসনে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ৫ আসনে জয় পেয়েছে, এগিয়ে আছে ১৯১ আসনে। তথ্য: দ্যা হিন্দু, ৪টা ৫৫ (বাংলাদেশ সময়)।

এদিকে প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস বিজয়ের আভাস মিলছে না। কারণ বিজেপি একক দল হিসেবে ৮ আসনে জয় পেয়েছে। আর এগিয়ে আছে ২৩৪ আসনে (২৩৪ ও ৮ মিলে ২৪২)। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ২৭২। এগিয়ে থাকা আসনে জয় পেলেও একক দিল হিসেবে বিজেপি পিছিয়ে ৩০ আসনে।

সাত দফা ভোটের প্রচারের শুরু থেকেই ‘আগলিবার ৪০০ পার’ স্লোগানে মাতে বিজেপিরা। যদিও ভোট গণনা শুরুর পর সময় যত গড়িয়ে যাচ্ছে বিজেপি লক্ষ্য থেকে অনেকে দূরে সরে যাচ্ছে।

বুথ ফেরত জরিপের পূর্বাভাসও ছিল যে এনডিএ জোট ৪০০ আসনে জয়ী হতে যাচ্ছে। কিন্তু আদতে তা হচ্ছে না।

১১: ৪৩ , জুন ০৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: এএফপি

মোদি দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী

গুজরাটের বারানসীতে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্য বলছে, মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট পেয়েছন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।

গুজরাটের বারানসীতে বিজেপির নেতা–কর্মী ও সমর্থকদের উল্লাস। ভারত, ৪ জুন
ছবি: এএনআই
১২: ০২ , জুন ০৪

 কমিশন ঘোষিত ৫৩ আসনের ৩৬টিই জিতেছে বিজেপি

সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ৫০ আসনের মধ্যে ৩৬টিই জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি। নরেন্দ্র মোদির দল এগিয়ে রয়েছে ২০৬ আসনে। আর কংগ্রেস জিতেছে ৯টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯২টিতে।

১২: ২৮ , জুন ০৪
কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত ৭৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী

বিজেপির প্রার্থী চিত্রনায়িকা কঙ্গনা রানাউত জিতেছেন। হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।

১৩: ০৯ , জুন ০৪
কংগ্রেস নেতা শশী থারুর
ফাইল ছবি

কেরালায় জিতেছেন শশী থারুরও

কংগ্রেস নেতা শশী থারুর কেরালার থিরুভানানথাপুরাম আসনে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৫৮ হাজার ১৫৫ ভোট। বিজেপির রাজীব চন্দ্রশেখরকে তিনি হারিয়েছেন ১৬ হাজার ৭৭ ভোটে। রাজীব চন্দ্রশেখর পেয়েছেন তিন লাখ ৪২ হাজার ৭৮ ভোট। নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেছে।

১৩: ২৩ , জুন ০৪

শত্রুঘ্ন সিনহা জিতেছেন আসানসোলে

শত্রুঘ্ন সিনহা। জিতেছেন তৃণমূলের প্রার্থী হিসেবে।
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের আসানসোল আসনে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, শত্রুঘ্ন সিনহা ৬ লাখ ৫ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন। তিনি হারিয়েছেন বিজেপির সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়াকে। সুরেন্দ্রজিৎ সিং পেয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৮১ ভোট।

১৩: ৩২ , জুন ০৪
পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি

সাত লাখ ভোটের ব্যবধানে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তিনি সম্পর্কে মমতার ভাতিজা।

ডায়মন্ড হারবার আসন থেকে অভিষেক পেয়েছেন ১০ লাখ ৪৮ হাজার ২৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পেয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৩০০ ভোট। ভোটের ব্যবধান ৭ লাখ ১০ হাজার ৯৩০।

১২: ৫৯ , জুন ০৪
কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ফাইল ছবি: এএনআই

রাহুলের জয় এল সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে

রাহুল গান্ধী কেরালা ওয়েনাডে জয় পেয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য, এই আসনে রাহুল পেয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৪৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ২৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৩ লাখ ৬৪ হাজার ৪২২।

রাহুল উত্তর প্রদেশের রায়বেরেলি থেকেও নির্বাচন করেছেন। এই আসনের চূড়ান্ত ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে তিনি রায়বেরেলি থেকেও জিততে যাচ্ছেন—এটা নিশ্চিত।

১৩: ৫০ , জুন ০৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গে ৩টি আসনের চূড়ান্ত ফল: সবগুলোই মমতার 

পশ্চিমবঙ্গে লোকসভার ৪২আসনের মধ্যে তিনটি আসনের চূড়ান্ত ফল দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এই তিনটি আসনেই জিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রস। এ ছাড়া ২৬টি আসনে এগিয়ে আছে তৃণমূল।

বাকি আসনগুলোর মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একটিতে এগিয়ে ন্যাশনাল কংগ্রেস।

তৃণমূলের জেতা তিনটি আসনের মধ্যে ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলে জয় পেয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর বর্ধমান–দুর্গাপুর আসনে জিতেছেন কীর্তি আজাদ ঝা।

১৪: ২০ , জুন ০৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: এএফপি

রাজস্থানে ১৪ আসনে বিজেপি, ৮টিতে কংগ্রেসের জয়

রাজস্থান রাজ্যের সব আসনের ফল জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে জানানো হয়, মোট ২৫ আসনের মধ্যে বিজেপি ১৪ আসনে জয় পেয়েছে। কংগ্রেস জিতেছে ৮টি আসনে। এ ছাড়া সিপিআই–এম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও ভারত আদিবাসী পার্টি একটি করে আসন পেয়েছে।

১৫: ০৬ , জুন ০৪
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জয় পেয়েছেন জুন মালিয়া
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জুন মালিয়া জয়ী

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তিনি বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়েছেন ২৭ হাজার ভোটের ব্যবধানে। জুন মালিয়া পেয়েছেন ৭ লাখ ২ হাজার ১৯২ ভোট। অগ্নিমিত্রা পেয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ১ ভোটে।

নির্বাচন কমিশন আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১২টি আসনের ফল ঘোষণা করেছে। ১২টিতেই জয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার দল তৃণমূল। আরও ১৭টিতে এগিয়ে আছে দলটি। এই রাজ্যে ১২ আসনে এগিয়ে আছে বিজেপি। আর একটি আসনে এগিয়ে রয়েছে ন্যাশনাল কংগ্রেস। পশ্চিমবঙ্গে লোকসভার মোট আসন ৪২টি।

১৬: ৪৬ , জুন ০৪
নির্বাচনী প্রচারে শতাব্দী রায়
ফাইল ছবি

বীরভূমে শতাব্দী রায় জিতেছেন, জিতেছেন ইউসুফ পাঠানও

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন শতাব্দী রায়। বীরভূম আসন থেকে তিনি ১ লাখ ৯৭ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যের বিরুদ্ধে।

তৃণমূলের প্রার্থী সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান ৮৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে।

আজ রাত সাড়ে দশটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য মতে, তৃণমূল ২২ আসনে জয় পেয়েছে। আরও সাতটি আসনে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। আর বিজেপি সাতটি আসনে জয় পেয়েছে, এগিয়ে রয়েছে আরও ৫টি আসনে। একটি আসনে জিতেছে ন্যাশনাল কংগ্রেস। এই রাজ্যে লোকসভার মোট আসন ৪২টি।

১৫: ৩৬ , জুন ০৪
নির্বাচনী প্রচারে এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহ (বাঁ থেকে দ্বিতীয়)
ফাইল ছবি: এএনআই

গুজরাটের ২৬ আসনের ২৫টি বিজেপির, অন্যটি কংগ্রেসের

গুজরাট রাজ্যের মোট ২৬ আসনের ২৫টিতেই জয় পেয়েছে বিজেপি। অন্য আসনটি পেয়েছে ন্যাশনাল কংগ্রেস। বিজেপির দুর্গ বলা হয় এই রাজ্যকে। গুজরাটের সুরাট আসনে দলটির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। এবার লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে এই একটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন কোনো প্রার্থী।

গুজরাট রাজ্যের গান্ধীনগর আসন থেকে বিজেপির অমিত শাহ ৭ লাখ ৪৪ হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।