হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী
ফাইল ছবি: রয়টার্স

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিক। গত জানুয়ারিতে তিনি শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সম্প্রতি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। ওই অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমার কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক “ভারত জোড়ো” যাত্রার সঙ্গে আমার যাত্রাও শেষ হতে পারে।’

গত ৭ সেপ্টেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত টানা ১৩৬ দিন ধরে চলে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এ কর্মসূচি শুরু হয়ে শেষ হয় সর্বোত্তরের রাজ্য কাশ্মীরের শ্রীনগরে। এ যাত্রায় চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

আরও পড়ুন