নাম থেকে ‘গান্ধী’ বাদ দেওয়া উচিত রাহুলের: হিমন্ত বিশ্বশর্মা

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী
এএনআই ফাইল ছবি

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিজের নামের শেষে “গান্ধী” শব্দটি বাদ দেওয়া উচিত।’ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মহিলা মোর্চার জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে দেওয়া অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত রোববার আসামের গুয়াহাটিতে এ বৈঠক হয়। গান্ধী পরিবারের প্রতি তোপ দেগে হিমন্ত বলেন, এই পরিবার জালিয়াতির (ডুপ্লিকেট) সর্দার।

গান্ধী পরিবারের অনেক কেলেঙ্কারি আছে। নাম নিয়েও এই পরিবার জালিয়াতিতে জড়িয়েছে। তিনি আরও বলেন, পরিবারতন্ত্রের বিকাশে ও ভারতের বিভক্তির জন্য গান্ধী পরিবার কাজ করছে। রাহুল গান্ধীর উদ্দেশে বিজেপি নেতা হিমন্ত বলেন, ‘নামের শেষ থেকে গান্ধী শব্দটি বাদ দেওয়া উচিত রাহুলের।’ ,

আরও পড়ুন