এবার ওডিশায় ট্রেনের কোচের নিচে আগুন

ট্রেন
প্রতীকী ছবি

ভারতের ওডিশা রাজ্যে এবার একটি ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কোচের নিচে আগুন লাগল।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজ্যের নুয়াপড়া জেলায় দুর্গ-পুরী এক্সপ্রেস ট্রেনের একটি কোচের নিচে আগুন দেখা যায়। ভারতের পূর্ব উপকূলীয় রেলওয়ে এ তথ্য জানায়।

আগুনের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে বেশির ভাগ যাত্রী ট্রেন থেকে বেরিয়ে যান। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতের পূর্ব উপকূলীয় রেলওয়ের বিবৃতিতে বলা হয়, নুয়াপড়া জেলার খারিয়ার রোড স্টেশনে পৌঁছানোর পরই ট্রেনটির বি-৩ কোচের নিচে আগুন শনাক্ত হয়। কোচটি ধোঁয়ায় ভরে যায়।

আরও পড়ুন

পূর্ব উপকূলীয় রেলওয়ের ভাষ্য, ট্রেনের ব্রেক প্যাডে আগুন লেগেছিল। ব্রেক প্যাডের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন ব্রেক প্যাডেই সীমাবদ্ধ ছিল। আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। আগুনের ঘটনায় কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন

এক ঘণ্টার কম সময়ের মধ্যে সমস্যার পুরোপুরি সমাধান করা হয় বলে জানায় পূর্ব উপকূলীয় রেলওয়ে। পরে ট্রেনটি রাত ১১টায় স্টেশন ছাড়ে।

গত সপ্তাহে ওডিশার বালাসোর জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এতে ২৮৮ জন নিহত হন। আহত হন হাজারো ব্যক্তি।

আরও পড়ুন