গত সোমবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দেওয়া প্রায় ২৬ হাজার মানুষের চাকরিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের আদেশ দিয়েছেন। সেই আদেশের বিরুদ্ধে আজ বুধবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বর রশিদির নেতৃত্বে গড়া ডিভিশন বেঞ্চ চাকরিতে দুর্নীতির অভিযোগে করা ১১২টি মামলার একত্রে শুনানি শেষে গত সোমবার ওই রায় দেন। রায় ঘোষণার পরই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে অবৈধ বলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দেন।
বুধবার বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমরা প্রকৃত চাকরিহারাদের পাশে আছি। তাঁদের আইনি সহায়তা দিতে প্রস্তুত।’
যদিও এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, ‘সিবিআই তদন্তের পর আমরা অবৈধভাবে যাঁদের চাকরি দেওয়া হয়েছিল, তাঁদের একটি তালিকা পাই। সেই তালিকায় অবৈধভাবে চাকরিপ্রাপ্তের সংখ্যা ছিল ৫ হাজার। অথচ চাকরি গেল যোগ্য প্রার্থীসহ ২৫ হাজার ৭৫৩ জনের। তাই আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করছি।’