পেছনের সিটে বাঁধতে হবে বেল্ট, সাইরাসের মৃত্যুতে কড়া হচ্ছে আইন

টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি
ছবি: এএনআই

মহারাষ্ট্রের পালঘরের কাছে সড়ক দুর্ঘটনায় টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

এ সময় পেছনের আসনে বসে থাকা সাইরাস সিট বেল্ট পরা ছিলেন না। তাই এ ক্ষেত্রে জরিমানার বিধান চালু করতে যাচ্ছে ভারত। চালক, তাঁর পাশের আসনে বসা আরোহী এবং পেছনের আসনে বসা আরোহীকে সিট বেল্ট বাঁধতে হবে। আর তা না হলেই জরিমানা।

আরও পড়ুন

এনডিটিভির খবরে বলা হয়েছে, গাড়িতে সিট বেল্ট না বাঁধলে আরোহীকে জরিমানা করা হবে। শুধু সামনের নয়, গাড়ির পেছনের আসনে বসা আরোহীর ক্ষেত্রেও এ নিয়ম। দেশটির কেন্দ্রীয় মোটরযান আইন অনুযায়ী এমন শর্ত আছে। কিন্তু তার প্রয়োগ কার্যত নেই।

এ জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরি বলেন, এবার থেকে কঠোরভাবে বিদ্যমান আইন প্রয়োগ করা হবে। সাইরাস মিস্ত্রির মৃত্যুর পরই দেশটির সরকারের পক্ষ থেকে এ কথা জানাল।

নিতিন গডকরি এনডিটিভিকে বলেছেন, নিয়ম না মানলে ১০০০ রুপি জরিমানা করা হবে। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে শেষকৃত্য হয়েছে সাইরাস মিস্ত্রির। গত রোববার সড়ক দুর্ঘটনায় সাইরাসের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যু হয় তাঁর বন্ধু জাহাঙ্গীর পান্ডোলেরও।