অভিষেককে আটকালে আমি রাস্তায় নামব, মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অভিষেককে যদি আটকে রাখা হয়, তবে তিনি আন্দোলনে নামবেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) অভিষেককে তাদের কলকাতা দপ্তরে জেরা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মমতা বলেছেন, কেন্দ্রীয় সরকারের এজেন্সি দিয়ে চাপ সৃষ্টি করা হলে, তা রাজ্য সরকারের কাজকে আরও চ্যালেঞ্জিং করে তোলে।
অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগসংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। গতকাল শুক্রবার সংস্থাটি চিঠি দিয়ে অভিষেককে নিজাম প্যালেসে যেতে বলে। তাঁকে সেখানে জেরা করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
অভিষেক বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রচারাভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য গতকাল রাতেই কলকাতায় ফেরেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই দিনে, ২০১১ সালে, আমরা ৩৪ বছরের পুরোনো দানবীয় শাসনের পরিবর্তন করে পশ্চিমবঙ্গে মা, মাটি ও মানুষের সরকার গঠনের শপথ নিয়েছিলাম। এই দিনে আমরা সেই অঙ্গীকার পুন্যর্ব্যক্ত করছি এবং জনগণের জন্য নিজেদের আবারও উৎসর্গ করি। কেন্দ্রে কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তোলে, কিন্তু সারা দেশে লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে আছে। দীর্ঘজীবী হোক ২০ মে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণসংযোগ কর্মসূচি ‘নবজোয়ার’ বন্ধ করতে সচেষ্ট হয়েছে কেন্দ্র সরকার। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট), সিবিআই তৃণমূলকে ভয় পায় আর সে কারণেই নবজোয়ার যাত্রা বন্ধের চেষ্টা করছে। এ কর্মসূচিতে ২৫ দিন ধরে রাস্তায় রয়েছেন অভিষেক। কী করে তা বন্ধ করা যায়, সেই চেষ্টা শুরু করেছে বিজেপি।
এভাবে অভিষেকের যাত্রা বন্ধ করা যাবে না উল্লেখ করে মমতা বলেন, ‘তাঁকে (অভিষেক) যদি আটকে রাখা হয়, তবে আমি জেলায় জেলায় যাব।’
কর্ণাটকের পরে অন্যান্য রাজ্যেও বিজেপি হারবে মন্তব্য করে মমতা বলেন, ‘শুধু উত্তর প্রদেশ এবং গুজরাটে ওরা টিকে থাকবে।’
অনেক ক্ষেত্রে টানা জেরা করার পরে সিবিআই সারা দেশে রাজনৈতিক নেতাদের আটক করেছে। এবারও যদি এমন হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনে নামবেন, তিনি তা পরিষ্কার করে দিয়েছেন।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্ত করতে সিবিআই তৃণমূলের সাবেক যুবনেতা কুন্তল ঘোষকে তাদের হেফাজতে নিয়ে জেরা করছে। কুন্তলের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, তিনি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন। গত এপ্রিল মাসে সিবিআই আদালতে জানায়, নিয়োগবিষয়ক পরীক্ষায় যিনি যত কম নম্বর পেয়েছেন, তাঁর থেকে তত বেশি টাকা তুলেছেন কুন্তল। গ্রেপ্তারের পর কুন্তলকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।
এরপর কুন্তল সিবিআই বিচারককে একটি চিঠি লিখে জানান, নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করার জন্য সিবিআই তাঁর ওপরে চাপ সৃষ্টি করছে। কারাগার থেকে আদালতে যাওয়ার পথে তিনি এ অভিযোগ করেন প্রচারমাধ্যমে। এ পরিপ্রেক্ষিতে আজ শনিবার অভিষেককে জেরা করে সিবিআই। শিক্ষক নিয়োগসংক্রান্ত দুর্নীতির গোটা প্রক্রিয়া নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আজ বেলা ১১টা নাগাদ অভিষেক সিবিআইয়ের মধ্য কলকাতার দপ্তরে পৌঁছান। তাঁকে টানা জেরা করা হয়। সন্ধ্যা পর্যন্ত জেরা চলছিল বলে জানা গেছে।