মুখ্যমন্ত্রী মমতার ভাতিজাকে ডেকে নিয়ে জেরা করেছে সিবিআই
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজ শনিবার বেলা ১১টায় কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজির হন অভিষেক। এ সময় নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়।
অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। রাজ্যের বিভিন্ন সরকারি নিয়োগসংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। গতকাল শুক্রবার সংস্থাটি চিঠি দিয়ে অভিষেককে নিজাম প্যালেসে যেতে বলে। তাঁকে সেখানে জেরা করা হবে বলেও চিঠিতে জানানো হয়।
অভিষেক বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রচারাভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য শুক্রবার রাতেই কলকাতায় ফেরেন তিনি।
এদিকে অভিষেককে তলবের ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বলেছেন, ‘পারলে সিবিআই অভিষেককে গ্রেপ্তার করে দেখাক। অভিষেকের নবযাত্রা বন্ধ করলে আমি নিজে গিয়ে সেই যাত্রাকে অব্যাহত রাখব। বিজেপিকে দেশ থেকে না তাড়ানো পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা কোনোক্রমে বিজেপির কাছে মাথা নত করব না।’
অভিষেককে জেরা করার জন্য ৫ পৃষ্ঠার একটি প্রশ্নমালা তৈরি করেছে সিবিআই। গঠন করা হয়েছে ৭ সদস্যের বিশেষ টিম। তদন্তকাজে আনা হয়েছে অন্য রাজ্যের সিবিআইয়ের কর্মকর্তাদের।
তৃণমূল কংগ্রেসের সাবেক যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে এ মামলা। কুন্তলের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, তিনি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছেন। গত এপ্রিল মাসে সিবিআই আদালতে জানায়, নিয়োগবিষয়ক পরীক্ষায় যিনি যত কম নম্বর পেয়েছেন, তাঁর থেকে তত বেশি টাকা তুলেছেন কুন্তল। গ্রেপ্তারের পর কুন্তলকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।
এরপর কুন্তল সিবিআই বিচারককে একটি চিঠি লিখে জানান, নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করার জন্য সিবিআই তাঁর ওপরে চাপ সৃষ্টি করছে। কারাগার থেকে আদালতে যাওয়ার পথে তিনি এ অভিযোগ করেন প্রচারমাধ্যমে।
কুন্তল ঘোষের চিঠি-সংক্রান্ত মামলাতেই অভিষেককে তলব করা হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা।
এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ। যদিও জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপর অভিষেককে হাজিরা দিতে চিঠি পাঠায় সিবিআই।