২০ ঘণ্টা গাড়িতে ঘোরানোর পর হরিয়ানায় পোড়ানো হয় দুই মুসলিম তরুণকে, সন্দেহ গোরক্ষকদের
ভারতের হরিয়ানা রাজ্যের ভিওয়ানিতে গাড়ির ভেতর দুই মুসলিম তরুণকে পুড়িয়ে হত্যার ঘটনায় একের পর নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সূত্র বলছে, জুনাইদ ও নাসির নামের ওই দুই তরুণকে নিয়ে প্রায় ২০ ঘণ্টা ধরে ২০০ কিলোমিটার পথ গাড়িতে ঘোরানো হয়। পথে কোথাও তাদের হত্যা করা হয়। পরে তাদের আগুনে পোড়ানো হয়। সন্দেহ করা হচ্ছে, এ ঘটনায় গোরক্ষকদের দুটি দল জড়িত।
জুনাইদ ও নাসির রাজস্থানের ভারতপুরের বাসিন্দা। গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের অপহরণ করা হয়। ১৬ ফেব্রুয়ারি তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ আছে, জুনাইদ গরু পাচারের সঙ্গে যুক্ত। হরিয়ানা পুলিশের ভাষ্যমতে, তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছিল।
সূত্র বলছে, আলাদা দুটি গোরক্ষক দল এ হত্যাকাণ্ডে জড়িত। প্রথম দলটি জুনাইদ ও নাসিরকে অপহরণের পর পিটিয়েছে। এর পর তাদের হরিয়ানা পুলিশের কাছে নিয়ে গ্রেপ্তার করতে বলা হয়। তবে ওই দুজনকে মারাত্মক আহত অবস্থায় দেখে তাদের গ্রেপ্তার করতে রাজি হয়নি পুলিশ।
এরপর আরেকটি গোরক্ষক দল ওই দুই তরুণকে তাদের সঙ্গে নিয়ে যায়। পরবর্তী ২০ ঘণ্টা তারা গাড়ি চালিয়ে হরিয়ানার ৪ জেলার ২০০ কিলোমিটার এলাকা ঘুরে। সূত্র বলছে, এ দলটিই সম্ভবত ওই দুই তরুণকে হত্যা করেছে। তারা মরদেহ পুঁতে ফেলার জন্য উপযুক্ত জায়গা খুঁজছিল। জিন্দ ও ঝাজজার হয়ে তারা শেষ পর্যন্ত ভিওয়ানিতে পৌঁছায়। ১৬ ফেব্রুয়ারি মরদেহ দুটি গাড়িতে রেখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডে ডানপন্থী সংগঠন বজরং দলের সম্পৃক্ততা আছে। রাজস্থান পুলিশের দায়ের করা এফআইআর-এ ৯ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত শুধু এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যাবচালক।
রাজস্থান পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ৩২ বছর বয়সী ট্যাক্সি ক্যাবচালক রিনকু সাইনি হরিয়ানার নুহ জেলার ফিরোজপুর জিরকা এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও অন্যান্য আলামতের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এফআইআরে ভিওয়ানির বজরং দলের সদস্য মনু মানেসার নামও আছে। তবে তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বজরং দলের সদস্যরা বিক্ষোভ করেছে। এফআইআরে নাম থাকা অন্যান্য ব্যক্তির মধ্যে তিনজন পুলিশের তথ্যদাতা হিসেবে কাজ করতেন। তাঁরা পুলিশকে গরু পাচারকারীদের খোঁজ দিত। তাঁদের একজন মনু মানেসার।
এফআইআরে নাম থাকা অন্য দুজন হলেন—রিনকু সাইনি ও লোকেশ সিংঘলা। অন্য মামলায় দায়েরকৃত এফআইআরে দেখা গেছে, গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের সময় এ দুই ব্যক্তি হরিয়ানা পুলিশের সঙ্গে থাকতেন।