ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের দিনক্ষণ এগিয়ে আসতেই পশ্চিমবঙ্গ রাজ্যে তৎপরতা বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোনে এবার তিনি কথা বললেন নদীয়ার কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী রানি মা অমৃতা রায়ের সঙ্গে।
এর আগে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সন্দেশখালীর নারী আন্দোলনের নতুন মুখ রেখা পাত্রের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন মোদি। পরদিন রাতেই কথা বললেন রানি মার সঙ্গে। তাঁকে অভয় দিয়ে মোদি বলেন, ‘জিতে আসুন, দেখা হবে। ঠিক করে রাখুন, কৃষ্ণনগরের উন্নয়নের জন্য কী কী পরিকল্পনা নেওয়া যায়।’
প্রধানমন্ত্রী আরও বললেন, ‘বিজেপি দেশের দুর্নীতির শিকড় উপড়ে ফেলবে। আপনারা আসুন দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য। আজ অবশ্য দুর্নীতিবাজেরা একে অপরকে বাঁচাতে এক হচ্ছে। তাই আপনারা দুর্নীতির শিকড় উপড়ে ফেলুন।’
এ সময় রাজা কৃষ্ণচন্দ্র রায়কে নিয়ে তৃণমূলের অপপ্রচারের বিষয়টি তুলে ধরেন রানি মা। তিনি বলেন, রাজপরিবারের ইতিহাস বিকৃত করা হচ্ছে।
এ প্রসঙ্গে রানি মাকে মোদি বলেন, ‘বিভিন্ন সময়ে ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছিল। রাজপরিবারকে নিয়ে রাজনীতি করার জন্য বিষয়গুলো এখন বিকৃত করা হচ্ছে। এসবকে চ্যালেঞ্জ করে আপনাদের এগোতে হবে।’
উল্লেখ্য, রানি মা অমৃতা রায় কৃষ্ণনগর আসনে বিজেপির প্রার্থী হওয়ায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটির দাবি, ব্রিটিশদের গোলাম ছিলেন কৃষ্ণচন্দ্র। রানি মার পরিবার ব্রিটিশদের সঙ্গে মিলে বাংলার বিরোধিতা করেছে। নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সিরাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাই রানি মাকে ভোট নয়।
অবশ্য রানি মাকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনি রাজা কৃষ্ণচন্দ্র ও রাজপরিবারের ঐতিহ্য তুলে ধরে এগিয়ে যান। বাংলার পরিবর্তন হবেই।’ মোদি আরও বলেন, এই বাংলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডির (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি রুপি এবার গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।