অরুণাচল প্রদেশে ভারতের যুদ্ধবিমান উড়ছে

যুদ্ধবিমান
ফাইল ছবি

অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এবং রাতে ভারতীয় বিমানবাহিনীর একাধিক বিমান উড়তে দেখা গেছে। বিমানবাহিনীর একটি সূত্র অনুসারে, ভারত সরকার সম্প্রতি ফ্রান্স থেকে যে ৩৬টি রাফায়েল বিমান কিনেছে, সেগুলো এখানে শামিল করা হয়েছে। গত শুক্রবার ভারত ও চীনের মধ্যবর্তী প্রকৃত সীমান্তরেখা (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) বরাবর দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘাতের কারণে এই বিমান মহড়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে অবশ্য এটিকে বিমান মহড়া বলে চিহ্নিত করা হয়নি।
প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতে অবশ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। তবে বেশ কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় বিমানবাহিনী অরুণাচল প্রদেশসংলগ্ন প্রকৃত সীমান্তরেখা বরাবর অঞ্চলে চীনা বিমানবাহিনীর বিমান চিহ্নিত করতে পেরেছে। সে কারণে এই বড়সড় মহড়া।

অরুণাচলের রাজধানী ইটানগরে কেন্দ্রীয় রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের এক গবেষক প্রথম আলোকে বলেন, গত রাতে অসংখ্য বিমান উড়তে দেখা গেছে।

ওই গবেষক বলেন, এগুলো কী ধরনের বিমান বা কত বড়, তা রাতের আঁধারে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তবে এটুকু দেখা গেছে যে জালের মতো কিছু জিনিস কিছু হেলিকপ্টারে ঝুলছে; যা থেকে মনে করা হচ্ছে যে খাবারদাবার বা মালপত্র সীমান্ত অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীর পূর্ব ভারতের এয়ার কম্যান্ডে কয়েক মাস আগ থেকে রাখা হয়েছে। এই কম্যান্ডের ১০১ নম্বর স্কোয়াড্রন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার হাসিমারা বিমানঘাঁটিতে। সেখানে বিমানগুলো প্রস্তুত রাখা হয়েছে।

বিমানঘাঁটিতে রাশিয়ার সুখোই-৩০ বিমান অনেক দিন ধরে রাখা হয়েছে। তারপর রাফায়েল এবং সুখোই নিয়ে এই বিমান মহড়া থেকে মনে করা হচ্ছে, ভারত আকাশপথেও চীনের সঙ্গে ছোটখাটো সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত রাখছে।