ট্রেডমিলে মমতার সঙ্গী যখন কুকুরছানা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রোববার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেডমিলে হাঁটার একটি ভিডিও পোস্ট করেছেন। তবে তিনি একা নন। ট্রেডমিলে হাঁটার সময় বিদেশি একটি কুকুরছানাকে তিনি তাঁর সঙ্গী করেছেন। একে বাড়তি অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মাঝে মাঝে বাড়তি কিছু অনুপ্রেরণার প্রয়োজন হয়।’ ক্যাপশনের শেষে কুকুরের একটি ইমোজি দেওয়া হয়েছে।
মমতার ওই পোস্টের নিচে থাকা মন্তব্যের ঘরে তাঁর বন্ধু-অনুসারীদের মন্তব্য করার সুযোগ বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে রিঅ্যাক্ট দেওয়া যাচ্ছে। ইতিমধ্যে সে ভিডিওতে ২৯ হাজারের বেশি লাইক পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, মমতা একটি ট্রেডমিলের ওপর হাঁটছেন। তাঁর পরনে চিরচেনা সাদা শাড়ি। হাতে বাদামি রঙের একটি কুকুরছানা। তিনি কুকুরছানাকে দুই হাতে ধরে ট্রেডমিলে হাঁটছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই মানুষকে শরীরচর্চার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। শুধু তা-ই নয়, পরিবেশ সুরক্ষায় মানুষকে সচেতন করতে ২০১৯ সালে দার্জিলিংয়ে ১০ কিলোমিটার পথ দৌড়েছেন তিনি।
সম্প্রতি এক টুইটার পোস্টে ৬৮ বছর বয়সী মমতা লিখেছেন, ভারতের কল্যাণের জন্য পরিবর্তন আনা প্রয়োজন। জনগণের ক্ষমতার চেয়ে বড় কোনো ক্ষমতা নেই। মা-মাটি-মানুষ দিবসে আমি প্রত্যেককে মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। যখন সব বিরোধী দল একত্র হবে, তখন বিজেপি লড়াইয়ে হেরে যাবে এবং বিভক্তি সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ভারত জয় পাবে।
আরেকটি টুইটার পোস্টে দিল্লিতে শীর্ষ ভারতীয় কুস্তিগিরদের চলমান ‘মি টু’ বিক্ষোভের প্রতিও সমর্থন জানান মমতা। তিনি লিখেছেন, ‘আমাদের অবশ্যই বিক্ষোভরত কুস্তিগিরদের পাশাপাশি দাঁড়াতে হবে। তাঁরা এক হয়ে কথা বলছেন। ক্রীড়াবিদেরা আমাদের দেশের গৌরব। তাঁরা চ্যাম্পিয়ন। রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, দোষী ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। বিচারপতিদের প্রভাব থাকতে হবে। অবশ্যই সত্যের জয় হতে হবে।’