আদালতে মমতা অনুপস্থিত, শুনানির তারিখ পেছাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
ছবি: প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগে মমতার করা আবেদনের শুনানি পিছিয়েছে। আজ শুক্রবার এ রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর একক বেঞ্চ। একই সঙ্গে ২৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

ভারতের পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত আসন ছিল নন্দীগ্রাম। এ আসনে একসময়ের বিশ্বস্ত সঙ্গী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারী লড়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলেও শুভেন্দুর কাছে হেরে যান মমতা। এই পরাজয় চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পিটিশন দায়ের করেন মমতা। আজ শুক্রবার শুনানির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন

আজ বেলা ১১টায় মামলার শুনানির কথা থাকলেও আবেদনকারী মমতার অনুপস্থিতে মামলার শুনানির তারিখ পেছানো হয়েছে বলে জানান আদালত। এ সময় বিচারপতি বলেন, জনপ্রতিনিধি আইন অনুসারে এই ধরনের অভিযোগের শুনানির সময় আবেদনকারীর আদালতে উপস্থিত থাকার কথা। কিন্তু আজ আদালতে উপস্থিত হতে পারেননি মমতা। এ সময় বিচারপতি মমতার আইনজীবীর কাছে জানতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় শুনানির সময় আদালতে উপস্থিত থাকবেন কি না? জবাবে মমতার আইনজীবী বলেন, যা নিয়ম আছে তা মানা হবে।

নন্দীগ্রাম আসনে এবারের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা এই ফলাফল প্রত্যাখ্যান করেন। তখনই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগে মামলার ঘোষণা দেন।

ওই আসনে মমতা পান ১ লাখ ৮ হাজার ৮০৮ ভোট। আর শুভেন্দু পান ১ লাখ ১০ হাজার ৭৬৪ ভোট।