আসামে বিজেপি, বাকি ৪ বিধানসভায় আঞ্চলিক দল এগিয়ে

আমডাঙ্গায় বুথে ঢোকার অপেক্ষায় ভোটাররা। পশ্চিমবঙ্গ, ভারত, ২২ এপ্রিল
ফাইল ছবি

পশ্চিমবঙ্গ, আসামসহ ভারতের পাঁচটি রাজ্যে বিধানসভার ভোট শেষে এখন ফলাফলের অপেক্ষা। শুরু হয়ে গেছে বুথফেরত জরিপ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বুথফেরত জরিপে দেখা গেছে, শুধু আসামে জয় পেতে পারে বিজেপি। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পদুচেরি ও কেরালায় জয় পেতে পারে আঞ্চলিক দল ও তাদের জোট।
এরই মধ্যে তামিলনাড়ু, কেরালা, আসাম, পশ্চিমবঙ্গ ও পদুচেরিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামী ২ মে ফলাফল ঘোষণা করা হবে। তার আগে এনডিটিভির বুথফেরত জরিপে বলা হয়েছে—

তামিলনাড়ু


দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর বিধানসভায় ২৩৪ আসনের মধ্যে আঞ্চলিক দল ডিএমকের নেতৃত্বাধীন জোট ১৬৫টি আসনে জয় পেতে পারে। এর মধ্য দিয়ে পারাজয় ঘটতে পারে রাজ্যে ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের। এ দলের সঙ্গে জোট বেঁধে এবারের নির্বাচনে লড়েছে বিজেপি। এআইএডিএমকে–বিজেপি জোট পেতে পারে ৬৬টি আসন।

আরও পড়ুন

২০১৬ সালে এআইএডিএমকের ক্যারিশমাটিক নেতা ও মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর থেকে দলটির জনপ্রিয়তা কমছে। অন্যদিকে এম কে স্ট্যালিনের হাত ধরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল ডিএমকে। রাজ্য বিধানসভায় দুই দফায় বিরোধী দলে থাকা ডিএমকে এবার তামিলনাড়ুতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। এ রাজ্যের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১৮ আসনে জয়।

কেরালা

বামপন্থী দলের শাসনে রয়েছে কেরালা। এবারের নির্বাচনেও বামপন্থী এলডিএফ ফ্রন্টের জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে বুথফেরত জরিপে। ১৪০ আসনের বিধানসভায় বাম শিবির জয় পেতে পারে ৮৫টি আসনে। কংগ্রেস–নিয়ন্ত্রিত ইউডিএফ জোটের ৫৩ আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে। বিজেপির ঝুলিতে যেতে পারে সাকল্যে দুটি আসন। কেরালায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দল বা জোটের ৭১টি আসনে জয় দরকার হয়।

আসাম


আসামের বিধানসভার ভোটে জিতে রাজ্যের বিজেপি সরকার আবারও ক্ষমতায় আসতে পারে। বুথফেরত জরিপ বলছে, ১২৬ আসনের মধ্যে বিজেপি জয় পেতে পারে ৭২টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য আসামে ৬৪ আসনে জয় পেলেই চলে। অন্যদিকে কংগ্রেস জিততে পারে ৫৩টি আসনে।

পশ্চিমবঙ্গ

এনডিটিভির বুথফেরত জরিপে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস খাদের কিনারে দাঁড়িয়ে আছে। বিজেপি–তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই মমতার কপালে ভাঁজ ফেলেছে। তবে শেষ অবধি হাসি ফুটতে পারে তাঁর মুখে। বিধানসভার ২৯৪ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৫২টি। আর বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩০টি আসন।

পদুচেরি


ইউনিয়ন টেরিটোরি পদুচেরির বিধানসভায় আসনসংখ্যা ৩০। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার হয় ১৬টি আসনে জয়। এবারের নির্বাচনে আঞ্চলিক জোট অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) ২১টি আসনে জয় পেতে পারে। ভরাডুবি হতে পারে কংগ্রেস জোটের।