একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকা
ছবি: এএফপি ফাইল ছবি

আজ ১৮ নভেম্বর, শনিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া আরও কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে।

গাজা নগরীর দক্ষিণাঞ্চলীয় জেইতুন এলাকার আল ফালাহ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ‘প্যালেস্টাইন টিভি’র খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবারের এ হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন। ওই বিদ্যালয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

গাজার আল–নুসেইরাত শরণার্থীশিবিরে বৃহস্পতিবার রাতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। ধ্বংস হয়ে যায় বাড়ির পাশে থাকা যানবাহনগুলোও। নিহত হন অন্তত ১৮ জন। গতকাল গাজার মধ্যাঞ্চলে।
ছবি: এএফপি

গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস অঞ্চলে আবাসিক একটি ভবনে ইসরায়েলের হামলায়কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক স্থানীয় সময় শনিবার এ খবর জানিয়েছেন।

গাজায় ত্রাণবাহী কিছু ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে। মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিংয়ে
ছবি: এএফপি

অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি ঢুকতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, ফিলিস্তিন ভূখণ্ডে প্রতিদিন দুই ট্রাক জ্বালানি তেল ঢুকতে পারবে। মূলত যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর ফলে চরম জ্বালানিসংকটে ধুঁকতে থাকা গাজাবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
এএফপি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে ইসরায়েলে হামাসের হাতে বন্দী হওয়া মানুষদের অবিলম্বে মুক্তির ওপর জোর দিয়েছেন বাইডেন। গাজার শাসনক্ষমতায় থাকা ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে কাতারের সম্পর্ক আছে।

আলোচিত চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ে নাটকীয়তা চলছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের সক্ষমতা নিয়ে আস্থার ঘাটতি দেখা দেওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

গ্রেগ ব্রোকম্যান
ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে নেওয়া

এদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে /চাকরিচ্যুত করার পরই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলা হয়
ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার সময়ে নজরদারি ক্যামেরায় ধারণ করা ৪০ হাজারের বেশি ঘণ্টার ভিডিও প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন রিপাবলিকান স্পিকার মাইক জনসন এ ঘোষণা দিয়েছেন।