‘বিশ্বাস করতে পারছি না’, গ্রেপ্তারের আগে ট্রাম্পের শেষ কথা

নিউইয়র্কের ম্যানহাটান আদালতচত্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ছবি : রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বরে ঢোকার আগে সেখানে সমবেত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ –এ তাঁর শেষ কথা ছিল, ‘যুক্তরাষ্ট্রে এমনটা হতে পারে, এটা বিশ্বাস করতে পারছি না।’

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে যান সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আদালতে ঢোকার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে নেওয়া হয় পুলিশ হেফাজতে।

তবে আদালত চত্বরে ঢোকার আগ মুহূর্তে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ ট্রাম্প বলেন, ‘আদালত চত্বরকে অবাস্তব মনে হচ্ছে! ওয়াও, তারা আমাকে গ্রেপ্তার করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এমনটা হতে পারে, বিশ্বাস করতে পারছি না।’ শেষে গত প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর শ্লোগান লেখেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন।’

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় আদালতে বিচারের মুখে পড়েছেন। সম্পর্ক নিয়ে মুখ না খুলতে স্টরমি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার মামলায় বিচারের মুখোমুখি হলেন ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাঁকে ওই অর্থ দেওয়া হয়। এই অর্থ দেওয়া আইনের দৃষ্টিতে অবৈধ নয়। কিন্তু এই অর্থের বিষয়টি সম্পদ বিবরণীতে যথাযথভাবে উল্লেখ না করে গোপন করেন ট্রাম্প। যদিও বেআইনি কিছু করেছেন—এমন কথা বারবার অস্বীকার করছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন