তেহরানে গেলেন সৌদির রাষ্ট্রদূত, রিয়াদে ইরানের

সাত বছর পর সম্পর্ক জোড়া লাগিয়েছে সৌদি আরব ও ইরান
ফাইল ছবি: রয়টার্স

ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তেহরানে গেছেন। অন্যদিকে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রিয়াদে গেছেন।

রাষ্ট্রদূত যাওয়ার মধ্য দিয়ে সাত বছর পর উপসাগরীয় দেশ দুটির মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের পদক্ষেপ জোরালো হলো।

চীনের মধ্যস্থতায় গত মার্চে শিয়াপ্রধান ইরান ও সুন্নিপ্রধান সৌদি একটি চুক্তির ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী ইরান-সৌদি আবার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু করতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় উভয় দেশে পরস্পরের দূতাবাস আবার চালু হয়। এখন রাষ্ট্রদূতেরাও গেলেন।

আরও পড়ুন

২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস, কনস্যুলেটে হামলা হয়। এর জেরে ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ করে সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আনাজি তাঁর দায়িত্ব নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরানে যান। তেহরানে গিয়ে তিনি বলেন, সৌদির নেতারা রিয়াদ-তেহরানের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁরা এই সম্পর্ককে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর তথ্যমতে, একই দিন ইরানের রাষ্ট্রদূত আলি রেজা এনায়েতি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। রিয়াদে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আরও পড়ুন

আবদুল্লাহ আল আনাজি আগে ওমানে সৌদির রাষ্ট্রদূত ছিলেন। আর আলি রেজা এনায়েতি আগে কুয়েতে ইরানের রাষ্ট্রদূত ছিলেন।

সম্পর্ক জোড়া লাগানোর ঘোষণার ধারাবাহিকতায় গত মাসে তেহরানে সৌদি দূতাবাসের কার্যক্রম আবার শুরু হয়। অন্যদিকে গত জুন মাসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রিয়াদে ইরানি দূতাবাস পুনরায় চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন