আলীরেজা এনায়েতি
ফাইল ছবি: রয়টার্স

দীর্ঘ সাত বছর পর ইরান সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিল। তাঁর নাম আলীরেজা এনায়েতি।

আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির ইংরেজি ভাষার পত্রিকা ইরান ডেইলির খবরে বলা হয়, এনায়েতি পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রণালয়ে আরব উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে এ নিয়োগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

দীর্ঘদিনের বিরোধের পর কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আবার স্থাপনে ঐকমত্যে পৌঁছে ইরান ও সৌদি আরব। গত ১০ মার্চ চীনে সম্পর্ক পুনঃস্থাপনে রাজি হয়ে দেশ দুটি চুক্তি স্বাক্ষর করে।

২০১৬ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। সৌদি আরবে প্রখ্যাত শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে তেহরানে সৌতি দূতাবাস এবং দ্বিতীয় শহর মাশহাদের কনস্যুলেটে হামলা হয়েছিল। নিমর ছিলেন সৌদি সরকারের একজন সমালোচক।

১০ মার্চের ওই চুক্তির আগে ইরানে ও ওমানে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়। সম্পর্ক জোড়া লাগার আগে দুই দেশই মধ্যপ্রাচ্যজুড়ে বিরোধপূর্ণ অঞ্চলে বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে গেছে।

ইয়েমেনে বেশ কয়েক বছর ধরে সৌদি আরব ও ইরান তুমুল প্রতিদ্বন্দ্বী হিসেবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। সৌদি আরব সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়েছে। অন্যদিকে রাজধানী সানা ও উত্তরের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীদের সমর্থন জুগিয়েছে ইরান।