ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

ইসরায়েলের হামলায় আহত শিশুদের গাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
ছবি: এএফপি

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ১৫ দিন পেরিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এ সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হলো—
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় আহত হয়েছেন এই ব্যক্তি। চিকিৎসা শেষে হাসপাতালের বারান্দায় ছোট ছেলেকে নিয়ে অবহায় অবস্থায় বসে আছেন
ছবি: এএফপি

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার রাতে গাজায় হামাসের অন্তত ৩২০টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এসব স্থাপনার মধ্যে রয়েছে সুড়ঙ্গ ও রকেট ছোড়ার স্থান।

গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের ধরতে অভিযান চালিয়েছে ইসরায়েল। রোববার এই অভিযান চলাকালে হামাসের হামলায় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন

হামাস আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে রাতভর গাজায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিয়েল হ্যাগারি বলেন, ‘পরবর্তী ধাপের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদে হামাস যোদ্ধাদের হত্যা করতে এবং নিখোঁজ ও জিম্মি ইসরায়েলিদের বিষয় তথ্য জানতে’ রাতে অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল জানিয়েছে, গাজায় হামাসের হাতে ২২২ জন জিম্মি আছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ বলেছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি গাজায় আটকে পড়েছেন। প্রায় এক শ মানুষের সঙ্গে সেখানে তারা একটি বাড়িতে আছেন।