গাজায় ইসরায়েলি হামলায় ২০ হাজার মানুষ নিহত: হামাস

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের খোঁজে এক উদ্ধারকর্মী। গাজা নগরী, ফিলিস্তিনছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার দুই মাস পেরিয়ে গেছে। এ সময়ে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২০ হাজার মানুষের প্রাণ গেছে। বেশির ভাগই নারী ও শিশু।

হামাস–নিয়ন্ত্রিত গাজার সরকারি সংবাদমাধ্যম দপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, গাজায় নিহত মানুষের মধ্যে অন্তত ৮ হাজার শিশু রয়েছে। নিহত নারীর সংখ্যা অন্তত ৬ হাজার ২০০।

আরও পড়ুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে নিহত হন ১ হাজার ১৩৯ জন। আহতের সংখ্যা ৮ হাজার ৭৩০। এ হিসাব ইসরায়েল সরকারের।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। মাঝে যুদ্ধবিরতির কয়েক দিন বাদে গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির—কিছুই বাদ যায়নি।

আরও পড়ুন

গাজায় অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বেড়েছে; যদিও যুক্তরাষ্ট্রের ভেটোতে এ–সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে গেছে। গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাবে ভোটাভুটি হতে পারে। এ প্রস্তাবে শেষ মুহূর্তে শব্দগত পরিবর্তন আনা হচ্ছে।

আরও পড়ুন