গাজায় ৮৮ কর্মীর প্রাণ গেছে, একক সংঘাতে এটিই সর্বোচ্চ: জাতিসংঘ

হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটি, ৩ নভেম্বর
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক মাস হতে চলেছে। এ সময় ইসরায়েলের হামলায় গাজায় জাতিসংঘের ৮৮ কর্মীর প্রাণ গেছে। এর আগে কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি।

গতকাল রোববার জাতিসংঘ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাণ হারানো ৮৮ জনই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ) কাজ করতেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৯ হাজার ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

মন্ত্রণালয়ের তথ্য, গাজা উপত্যকায় সংঘাতে এখন পর্যন্ত ১৭৫ স্বাস্থ্যকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ৩৪ কর্মী নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। পাশাপাশি চলছে একের পর এক হামলা। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থীশিবির—কিছুই বাদ যাচ্ছে না।

আরও পড়ুন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন জানিয়েছেন, ৭ অক্টোবরের হামলার সময় হামাস যেসব ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে, তাঁদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধবিরতির পরিকল্পনা তাদের নেই।

আরও পড়ুন
আরও পড়ুন