নেতানিয়াহুর কড়া সমালোচনা করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় হতাশা প্রকাশ করেছে ইসরায়েল। ওয়াশিংটনে ইসরায়েলি দুই প্রতিনিধির সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পদক্ষেপের পর নেতানিয়াহুকে কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

সোমবার এক্স হ্যান্ডলে বার্নি স্যান্ডার্স লিখেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের পর নেতানিয়াহুকে বিচলিত মনে হয়েছে। তবে তিনি এতটাও বিচলিত হননি যে ‘অনৈতিক এ যুদ্ধে’ ইসরায়েলকে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের দেওয়া করদাতাদের ৩৩০ কোটি ডলার ফিরিয়ে দেবেন।

জাতিসংঘের প্রস্তাবের প্রতি সম্মান জানাতে সব পক্ষকে চাপ দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বানও জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই সিনেটর।

ইসরায়েলের ওই দুই প্রতিনিধি হলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি ও রন দেরমের। ওয়াশিংটনে তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাফায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে আলোচনার কথা ছিল তাঁদের। এ এলাকায় স্থল অভিযানের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্তের পর হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কারবি বলেছেন, ‘তাঁরা ওয়াশিংটনে আসছেন না, এ নিয়ে আমরা খুবই হতাশ। রাফায় স্থল হামলার কার্যকর বিকল্প উপায় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনার কথা ছিল।’ আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ইসরায়েলে এ সিদ্ধান্তকে ‘বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার ওই প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের ১৫ সদস্যদেশের ১৪টিই। ভোটদানে বিরত ছিল ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। এর আগে বারবার ভেটো দিয়েছিল দেশটি। এবার যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হতাশ করেছে ইসরায়েলকে।

আরও পড়ুন

নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হলে তা আন্তর্জাতিক আইনে পরিণত হয়। তা মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের। এ আইন ইসরায়েলের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে প্রস্তাব পাসের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা এই প্রস্তাব মানবেন না। গাজায় যুদ্ধবিরতি দেওয়া হবে না। একই ভাষ্য দেশটির অন্য নেতাদেরও।

যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গত ৭ অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩২ হাজার ৪১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৮১ জন। আর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

আরও পড়ুন