গাজা সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন ইসরায়েলের

গাজা সীমান্তে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে স্থল হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে সেগুলো। শিগগিরই এ হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের বিমানবাহিনী। এরই মধ্যে গাজা সীমান্তজুড়ে ট্যাংকসহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি বাহিনীতে যুক্ত করা হয়েছে তিন লাখ সংরক্ষিত সেনা।

এরই মধ্যে গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। তাতে বলা হয়েছে, জল, স্থল ও আকাশ—তিন দিক দিয়েই হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে হামলার সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

আরও পড়ুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও গতকাল দেশটির সেনাসদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। নেতানিয়াহু তাঁদের বলেন, গাজায় হামলার পরবর্তী ধাপ শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরেও স্থল হামলা নিয়ে একই ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে গাজায় টানা আট দিনের ইসরায়েলি হামলায় ২ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের নির্দেশে উত্তর গাজার মানুষেরা দক্ষিণে পালানো শুরু করলে দেখা দিয়েছে আরও বড় মানবিক বিপর্যয়। জাতিসংঘ বলছে, গাজাকে নরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন