হুতিদের ওপর যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের হামলায় কাজ হবে না, ধারণা সাবেক মার্কিন কর্মকর্তার

ইয়েমেনের রাজধানী সানায় হুতি সশস্ত্র গোষ্ঠীর এক কমান্ডারের বাসভবনের সামনে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে স্লোগান দিচ্ছেন শিয়া মতাবলম্বী এই গোষ্ঠীর যোদ্ধারা। ২৮ এপ্রিল, ২০১৫ছবি: এপি

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা হুতিদের আক্রমণের সক্ষমতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন না মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস।

বৃহস্পতিবার রাতে আকাশপথে ও সাগর থেকে ইয়েমেনে হুতিদের ১৬টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী। এসব হামলায় হুতিদের পাঁচজন সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে এই গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ঘোষণা দিয়েছে, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তারা। একই সঙ্গে ইসরায়েলের হামলার মুখে থাকা গাজার শাসকগোষ্ঠী হামাসের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।

মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ক্লেমেন্টস একসময় ইয়েমেনে দায়িত্ব পালন করেছেন। পেন্টাগনের সাবেক এই সামরিক কর্মকর্তা বলেছেন, ‘হুতিরা সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে। এর মধ্য দিয়ে তারা নিজেদের রসদ লুকিয়ে রাখা ও ঝুঁকি কমানোর বিষয়ে কয়েক বছরের অভিজ্ঞতা অর্জন করেছে।’

লোহিত সাগর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাতে ইয়েমেনে হুতিদের ১৬টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে
ছবি: যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে

এটা ছাড়াও হুতিরা খুবই ব্যতিক্রমীভাবে দেশের জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছে। অন্যায়ভাবে আক্রান্ত হচ্ছেন, এমন বার্তা তারা জনগণের কাছে ছড়িয়ে দেবেন বলে মনে করছেন অ্যাডাম ক্লেমেন্টস।

আরও পড়ুন