ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলের পুলিশ বলেছে, দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ওই শহরে ১৯ বছরের এক তরুণীকে ছুরিকাঘাত করা হয়েছিল।

ইসরায়েলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান আবি বাইতন বলেন, মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ওই তরুণীর ওপর হামলা করেন। পরে ওই ব্যক্তিকে একজন গুলি করে নিরস্ত্র করেন।

বেন গভির দুর্ঘটনায় আহত হওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা
ছবি: রয়টার্স

বেন গভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। যদিও বেশিরভাগ হামলাই যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশের সহায়তায় প্রতিহত করেছিল ইসরায়েল।

বেন গভির গাজা থেকে ফিলিস্তিনের অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে। এছাড়া সেখানে পুনরায় ইহুদি বসতি স্থাপনের পক্ষে চলা প্রচারণাকেও সমর্থন করেন তিনি।

আরও পড়ুন