আবারও গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আবারও সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরণের কোনো উদ্যোগে তাঁর সায় নেই।

শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। ইসরায়েলের টেলিভিশন চ্যানেলে তাঁর এই ভাষণ সম্প্রচার করা হয়।

এ সময় নেতানিয়াহু বলেন, গত অক্টোবরের ৭ তারিখে হামাস যখন ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায়, তখন যাঁদের আটক করা হয়েছিল, তাঁদের মুক্তি দিতে হবে।

আরও পড়ুন

নেতানিয়াহু আরও বলেন, হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে রাজি হবে না ইসরায়েল।

এমন এক সময় নেতানিয়াহু এ কথা বললেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ইসরায়েল সফর শেষ হয়েছে। সফরকালে ব্লিঙ্কেন গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলকে চাপ দিয়েছেন।

আরও পড়ুন

এর আগে ৩০ অক্টোবর যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন নেতানিয়াহু। ওই দিন তেল আবিবে বিদেশি গণমাধ্যমের জন্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নেতানিয়াহু বলেন, এটা যুদ্ধের সময়। আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ।

আরও পড়ুন