গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলা, নিহত ১৫

গাজায় অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার এসব ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা শুক্রবার গাজার আল–শিফা হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।

আশরাফ আল–কুদরা আরও বলেন, অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন।

আরও পড়ুন

ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাক্যান করেছেন আশরাফ আল–কুদরা।

আরও পড়ুন

এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আবারও সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এ ধরণের কোনো উদ্যোগে তাঁর সায় নেই।

আরও পড়ুন