মার্কিন জাহাজে হামলার দাবি হুতিদের

ইয়েমেনের আল–সালিফ বন্দরে সশস্ত্র হুতি যোদ্ধারা। গত বছর ৫ ডিসেম্বরের ছবিফাইল ছবি: রয়টার্স

এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে আবার হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল সোমবার তারা জানিয়েছে, মার্কিন সামরিক পণ্যবাহী জাহাজ ওশান জাজের ওপর এ হামলা চালানো হয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেন, ‘লোহিত ও আরব সাগরের সব ধরনের উত্স লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালাচ্ছে। আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন বা ব্রিটিশদের যেকোনো আগ্রাসনের প্রতিশোধ নিচ্ছে।’

আরও পড়ুন

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল সোমবার রাতে গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথভাবে এ হামলা চালানো হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষাবিষয়ক দুই কর্মকর্তা।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বিতীয়বারের মতো হুতিদের ওপর যৌথভাবে হামলা চালাল। এ ছাড়া সাম্প্রতিক সময়ে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর যুক্তরাষ্ট্র আলাদাভাবে আটবার হামলা চালিয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা জানান, সোমবারের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হুতিদের ব্যবহার করা রাডারব্যবস্থাও ছিল। এর আগের হামলাগুলোর বেশির ভাগই গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

আরও পড়ুন