গাজায় হামাসের ৬০ শতাংশ ‘সন্ত্রাসী’ হতাহত: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত হামাসের ৬০ শতাংশ ’সন্ত্রাসী’ হতাহত হয়েছেন। গতকাল বুধবার ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে ইয়োভ গ্যালান্ট এ কথা বলেন।

নয় মাসের যুদ্ধ পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে ইয়োভ গ্যালান্ট বলেন, গাজায় নিজেদের লক্ষ্য পূরণের বিষয়ে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ। আর তা হলো হামাসকে নির্মূল করা ও গাজা থেকে সব জিম্মিকে ফিরিয়ে আনা।

আরও পড়ুন

যুদ্ধে ইসরায়েলি সেনাদের ত্যাগ, উৎসর্গ, সাফল্য ও বহুবিধ অর্জনের প্রশংসা করেন ইয়োভ গ্যালান্ট।

সম্প্রতি গাজার উত্তরাঞ্চলের গাজা নগরী, দক্ষিণের রাফা ও খান ইউনিসে বড় পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন

হামাসের যোদ্ধাদের হতাহতের বিষয়ে ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা হামাসের ৬০ শতাংশ সন্ত্রাসীকে নিহত করতে কিংবা আহত করতে সক্ষম হয়েছি। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বেশির ভাগ গুঁড়িয়ে দিতে পেরেছি।’

তবে হামাসের কতজন যোদ্ধা হতাহত হয়েছেন, সেই বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কোনো সংখ্যা উল্লেখ করেননি। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নয় মাস পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা এখনো চলছে।

৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন
আরও পড়ুন