ইসরায়েলে হামাসের হামলায় ১০ নেপালি নিহত

হামাসের রকেট হামলার পর ইসরায়েলের রেহবত শহর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়
ছবি: রয়টার্স

ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১০ নেপালির প্রাণ গেছে, আহত হয়েছেন আরও ৪ জন। আজ সোমবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ইসরায়েলে কর্মরত ও পড়াশোনা করা হাজারো নেপালিকে দেশে ফেরানোর কৌশল নির্ধারণে জরুরি বৈঠক করেছে নেপালের মন্ত্রিসভা।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত শনিবার হামলার সময় অনেকেই বাংকারে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন।

আরও পড়ুন

আজ নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক বসে। এই বৈঠকে সংঘাতপূর্ণ এলাকা থেকে নেপালিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল থেকে দেশে ফিরতে ইচ্ছুক নেপালিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, ইসরায়েলে প্রায় সাড়ে চার হাজার নেপালি কাজ করছেন। এ ছাড়া শ খানেক নেপালি শিক্ষার্থী ইসরায়েলে পড়াশোনা করছেন।

আরও পড়ুন

হামাস–ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। এর সূত্রপাত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন রকেট হামলার মধ্য দিয়ে। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় হামাস। ভেদ করে ইসরায়েলের নিশ্ছিদ্র সুরক্ষাবলয়।

আরও পড়ুন

শুধু তা–ই নয়, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইসরায়েল। পাল্টা আক্রমণ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। এর পর থেকে ফিলিস্তিনে মুহুর্মুহু বোমা পড়ছে।

আরও পড়ুন

গতকাল রোববার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এটা দীর্ঘ ও জটিল একটি যুদ্ধ।’

আরও পড়ুন