গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
ফাইল ছবি: রয়টার্স

গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।

দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ‘চরম দুর্ভোগে’ পড়েছে গাজাবাসী উল্লেখ করে গুতেরেস বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজে ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’

৭ অক্টোবর হামাসের হামলা ‘শূন্য থেকে হয়নি’ মন্তব্য করে গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারত্বের শিকার হয়েছেন। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। তাঁদের অর্থনীতি থমকে গেছে।

এই মানুষেরা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাঁদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।’

আরও পড়ুন

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করা হয়েছে। সেই সঙ্গে আন্তোনিও গুতেরেসের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন

আরও পড়ুন