গাজায় ত্রাণসহায়তা বন্ধ করছে একের পর এক পশ্চিমা দেশ

  • গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন নিহত হয়েছেন।

  • প্রায় চার মাস ধরে চলা ইসরায়েলি হামলা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

ইসরায়েলের ব্যাপক হামলার মুখে আহত শিশুকে নিয়ে এক ফিলিস্তিনি ছুটছেন নতুন আশ্রয়ের সন্ধানে। গতকাল দক্ষিণ গাজার রাফায়ছবি: রয়টার্স

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণসহায়তা দিয়ে আসা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিএকে অনুদান দেওয়া বন্ধ করে দিচ্ছে একের পর এক পশ্চিমা দেশ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলায় সংস্থাটির কয়েকজন কর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এমন সময় ত্রাণ সংস্থাটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো, যখন গাজায় ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। অবরুদ্ধ এ উপত্যকায় প্রায় চার মাস ধরে চলা রক্তপাত বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতির জোর প্রচেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাসসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। এতে ১ হাজার ১৪০ জনের মতো নিহত হন। আটক করে গাজায় নিয়ে আসা হয় প্রায় ২৪০ জনকে। পরে এক সপ্তাহের যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের অংশ হিসেবে শতাধিক বন্দীকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন

ওই ঘটনায় জাতিসংঘ পরিচালিত ত্রাণসহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মী জড়িত ছিলেন বলে সম্প্রতি অভিযোগ করে ইসরায়েল। এরপর যুক্তরাষ্ট্রসহ একের পর এক পশ্চিমা দেশ সংস্থাটিকে অনুদান দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া।

ইউএনআরডব্লিউএর কার্যক্রম বন্ধ করে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, গাজায় লড়াই বন্ধ হওয়ার পর ইউএনআরডব্লিউএর জায়গায় অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিতে হবে।

১৯৪৮ সালের যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। ওই যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণসহায়তা প্রদানে ইউএনআরডব্লিউএ গঠিত হয়। সংস্থাটি বর্তমানে গাজার বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণকারী মূল সংগঠন। গাজায় এ সংস্থার ১৩ হাজারের মতো কর্মী রয়েছেন। সেখানকার ২৩ লাখ মানুষের দুই-তৃতীয়াংশকে ত্রাণসহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংস্থাটি।

আরও পড়ুন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ইউএনআরডব্লিউএ কর্মীদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগের পর জাতিসংঘ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তাৎক্ষণিক বিষয়টির তদন্ত শুরু হয়।

বিবৃতিতে বলা হয়, জড়িত ১২ জনের মধ্যে ৯ জনকে তাৎক্ষণিক শনাক্ত করা হয়েছে এবং ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি তাঁদের চাকরিচ্যুত করেছেন। একজন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংস্থাটির কার্যক্রম চালিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, গাজার ২০ লাখ বাসিন্দা বেঁচে থাকার জন্য ইউএনআরডব্লিউএর গুরুপূর্ণ ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল। কিন্তু সংস্থাটির বর্তমান তহবিল দিয়ে ফেব্রুয়ারিতে তাঁদের সহযোগিতা দেওয়া পুরোপুরি সম্ভব হবে না।

গাজায় ১২০ সাংবাদিক নিহত

ইসরায়েলের হামলায় গাজায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ১৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯০ জন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ হাজারের বেশি।

যুদ্ধবিরতির চেষ্টা

গাজায় প্রায় চার মাস ধরে চলা ইসরায়েলের হামলা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। বন্দিবিনিময় ও সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস।

এ প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল ফ্রান্সে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে বৈঠক করার কথা সিআইএ-প্রধানের। বৈঠকে অন্যদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি, মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেলও অংশ নেবেন।

সমঝোতা নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহের বেশির ভাগ সময় মধ্যপ্রাচ্যে কাটান হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক। এরপর প্যারিস সফরে যান সিআইএ-প্রধান।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, শতাধিক বন্দীকে মুক্তির বিনিময়ে ইসরায়েল দুই মাসের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে—এমন একটি চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।