গাজার হাসপাতালে হামলা: কী ঘটেছে খুঁজে বের করতে কাজ করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারল
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে হামলা প্রসঙ্গে যুক্তরাজ্য বলেছে, সেখানে ঠিক কী ঘটেছে, তা খুঁজে বের করতে তারা কাজ করবে।

গাজার হাসপাতালটিতে গতকাল মঙ্গলবার রাতে হামলা হয়। হামলায় অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

হাসপাতালটিতে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে। তারা গাজার আরেক সশস্ত্র সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে (পিআইজে) দায়ী করেছে। ইসরায়েলের অভিযোগ নাকচ করেছে পিআইজে।

আরও পড়ুন

হাসপাতালটিতে হামলার ঘটনা নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেন, আল-আহলি হাসপাতাল ধ্বংসের ঘটনায় মানুষের জীবনের মারাত্মক ক্ষতি হয়েছে।

জেমস ক্লিভারলি বলেন, কী ঘটেছে, তা খুঁজে বের করতে যুক্তরাজ্য তার মিত্রদের সঙ্গে কাজ করবে।

গাজার নিরীহ বেসামরিক লোকজনকে রক্ষায় যুক্তরাজ্য কাজ করবে বলেও জানান জেমস ক্লিভারলি।

আরও পড়ুন

গাজার হাসপাতালটিতে হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। দেশে দেশে হয়েছে প্রতিবাদী বিক্ষোভ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই ঘটনায় তিনি ‘হতভম্ব’।
হাসপাতালে হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা।

আরও পড়ুন