হামাসের সেনা কমান্ডার হামলায় নিহত, দাবি ইসরায়েলের
হামাসের হামলার নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ সেনা কমান্ডার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী আজ শনিবার এমন তথ্য জানিয়েছে।
ওই সেনা কমান্ডারের নাম মুরাদ আবু মুরাদ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান যখন হামাসের একটি অভিযানকেন্দ্রে হামলা চালায়, তখন মুরাদ আবু মুরাদ নিহত হন। তবে এ ব্যাপারে হামাস নিশ্চিতভাবে কিছু জানায়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, লেবানন সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় ইসরায়েলি বাহিনীর হামলায় আজ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীরা লেবানন থেকে ইসরায়েলের সীমানায় ঢোকার চেষ্টা করেছিল। সে সময় সন্ত্রাসীদের লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়।
আল–জাজিরার খবর বলছে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বোমা হামলায় সেখানে কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭২৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন।
আল–জাজিরার খবর বলছে, টানা এক সপ্তাহ ধরে বিমান হামলার পর এখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমসহ পশ্চিম তীরের দুটি শরণার্থীশিবিরে এসব অভিযান চালানো হয়েছে।
গতকাল শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের উত্তর গাজা (গাজা সিটি) খালি করতে বলা হয়। ২৪ ঘণ্টার মধ্যে বেসামরিক বাসিন্দাদের গাজার দক্ষিণাঞ্চলে চলে যেতে সময় বেঁধে দেয় ইসরায়েল। এর পর থেকে উত্তর গাজা ছেড়ে হাজার দশেক মানুষ পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।