গাজায় ত্রাণবাহী ট্রাকের সংখ্যা ক্রমেই কমছে, শুক্রবার ঢুকেছে ৩৩৯টি
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ষষ্ঠ দিনে, অর্থাৎ গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার ট্রাকের প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গতকাল গাজা উপত্যকায় মানবিক সহায়তার ৩৩৯টি ট্রাক প্রবেশ করেছে।
গাজায় গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হয়। ওসিএইচএ-এর তথ্য অনুযায়ী, ওই দিন গাজায় মানবিক সহায়তা নিয়ে ৬৩০টি ট্রাক প্রবেশ করে। পরদিন সোমবার ট্রাকের সংখ্যা একলাফে বেড়ে ৯১৫টিতে উন্নীত হয়।
এর পর থেকে গাজায় মানবিক সহায়তাবাহী ট্রাকের সংখ্যা ক্রমেই কমছে। ওসিএইচএ জানিয়েছে, গত মঙ্গলবার গাজায় মানবিক সহায়তার ৮৯৭টি ট্রাক প্রবেশ করেছিল। বুধবার এ সংখ্যা আরও কমে দাঁড়ায় ৮০৮টিতে। বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা নিয়ে ৬৫৩টি ট্রাক প্রবেশ করেছে।
যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন মানবিক সহায়তার ৬০০টি ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা আছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।