হামাসের হামলাকে ‘বিজয়’ হিসেবে দেখছে ইরান

ইসরায়েলের তেল আবিবে রকেট হামলার পর স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন, ৭ অক্টোবর
ছবি: রয়টার্স

ইরানের নেতারা গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার প্রতি আবার তাঁদের সমর্থন জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সেনা ও ফিলিস্তিনের সব দলের জন্য এ ঘটনাকে ‘বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান গতকাল রোববার টুইটে এ হামলাকে বছরের পর বছর ধরে চলা হত্যা ও অপরাধের বৈধ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

হামাস দাবি করেছে, ইরানের কাছ থেকে তারা সহায়তা পেয়েছে। এ কারণে শনিবার ভোরে রকেট ও ড্রোন হামলা চালানো তাদের পক্ষে সহজ হয়েছে।

আরও পড়ুন

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।

আরও পড়ুন

হামাসের হামলায় ইসরায়েলে শনিবার থেকে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন। আর একই সময়ে গাজায় ইসরায়েলের বিমান হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন