আল–আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি হামলা

জুমার নামাজের পর মিছিল শুরুর প্রস্তুতি নেওয়ার সময় ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি বাহিনী। ১৮ জুন, পূর্ব জেরুজালেমে পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে
ছবি: রয়টার্স

পূর্ব জেরুজালেমে পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে এই মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন ফিলিস্তিনি মুসল্লিরা। মিছিল শুরুর আগেই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত তিনজন। খবর আল–জাজিরার।  

আরও পড়ুন

গত মঙ্গলবার ইসরায়েলিদের একটি মিছিল থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেন ফিলিস্তিনিরা। মিছিলের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকে ক্ষোভে ফুসছিলেন তাঁরা। ওই ঘটনার প্রতিবাদে জুমার নামাজের পর আল–আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করার পরিকল্পনা করেন ফিলিস্তিনিরা। সে অনুযায়ী জুমার নামাজের সময় হাজারো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে সমবেত হন।

আরও পড়ুন

খবরে বলা হয়, আল–আকসার দামেস্ক গেট থেকে শুরু হওয়া মিছিল আব আল–সিলসিলা প্রবেশমুখে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে মিছিল শুরুর আগেই ইসরায়েলি বাহিনী মুসল্লিদের ওপর রাবার বুলেট, টিয়ার শেল ও স্টেন গ্রেনেড ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে যান মুসল্লিরা। এ সময় অন্তত তিনজন আহত হন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, হামলায় সাংবাদিক লতিফে আবদেলআতিফ আহত হয়েছেন। আহত হয়েছেন মিডল ইস্ট আইয়ের প্রদায়ক সোন্দাস ইউইস।

আরও পড়ুন

এদিনই অধিকৃত পশ্চিম তীরের বেইতা শহরের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৭ জন আহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। ওই এলাকায় ইসরায়েলের দখলদারত্বের প্রতিবাদে শুক্রবার মিছিল করছিলেন ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনের গাজা শহরে নতুন করে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে আল–আকসা প্রাঙ্গণ ও বেইতায় ফিলিস্তিনিদের ওপর ওই হামলা হলো। গত মাসে টানা ১১ দিন ধরে গাজায় নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৬৬ শিশুসহ আড়াই শর বেশি ফিলিস্তিনি নিহত হন। বিধ্বস্ত হয় অনেক ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। পরে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে উপনীত হয় ইসরায়েল।

আরও পড়ুন

যুদ্ধবিরতি ভেঙে গত বৃহস্পতিবার রাত থেকে দুই দফায় গাজা উপত্যকা ও উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ফিলিস্তিনিদের ছোড়া গ্যাসীয় বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের আটটি স্থানে আগুন লাগে। এর জবাবে হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনিদের ওড়ানো বেলুনে কোনো ইসরায়েলি হতাহত হওয়ার তথ্য জানা যায়নি।