ভাগনারপ্রধান প্রিগোশিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ভাগনার সেনাদের সঙ্গে রাশিয়ার ভাড়াটে এই বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোশিন
ফাইল ছবি: এএফপি

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রাশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপর প্রিগোশিনের নিহত হওয়ার খবর অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসে। কিন্তু আনুষ্ঠানিকভাবে রাশিয়া কিংবা অন্য কোনো পক্ষ প্রিগোশিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি।

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোশিন নিহত হয়েছেন, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুরুতে এমন খবর দেয়। তবে পরে বলা হয়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোশিনের নাম রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রিগোশিনের ভাগ্যে কী ঘটেছে, সেটা ক্রেমলিন বা রুশ প্রতিরক্ষা দপ্তর থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ভাগনারের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বলেছে, প্রিগোশিন নিহত হয়েছেন। সেখানে তাঁকে দেশপ্রেমিক নায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, উড়োজাহাজ বিধস্ত হওয়ার ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশগুলোর পরিচয় নিশ্চিত করা হয়নি।

রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজে ৩ জন ক্রুসহ ১০ জন আরোহী ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন। আর দ্য মস্কো টাইমস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচল সংস্থার পক্ষ থেকে বিধ্বস্ত উড়োজাহাজের আরোহী হিসেবে প্রিগোশিনের থাকার বিষয়টি নিশ্চিত করেছে, তবে প্রিগোশিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি সংস্থাটি।

মস্কো টাইমস আরও বলেছে, ভাগনার সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে প্রিগোশিনের মরদেহ পাওয়ার দাবি করেছে। কিন্তু মস্কো টাইমস নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন